'বাংলাদেশে সবচেয়ে সন্তা জিনিস কোনটা?' 'ম্যাচ। মানে দেশলাই। সেই জন্মের পর থেকে দেখছি এক টাকা দাম। এখন দুই টাকা দামের ম্যাচ বেরিয়েছে যদিও, কিন্তু এক টাকায়ও পাওয়া যায়।' 'ও, আচ্ছা। কোন জিনিসটা সবচেয়ে বেশিদিন টেকে?' 'আফটার শেভ লোশন। সেই কবে একটা কিনেছি, এখনও চলছে।' 'আচ্ছা। আর কোন জিনিসটা সবচেয়ে দ্রুত ফুরিয়ে যায়?' 'পাঁচশ টাকার নোট। ভাঙালেই শেষ। সকালে ভাঙিয়েছিলাম, আপনার অফিসে আসতে আসতেই শেষ।' 'হুঁ, বুঝলাম।' ভদ্রলোক বড় করে একটা শ্বাস নিলেন। কফির কাপে একটা চুমুক দিয়ে কী যেন ভাবলেন। তারপর হাসতে হাসতে বললেন, 'আপনার কি ধারণা এর পরও আপনার চাকরিটা হবে?' 'আমার ধারণা হবে।' 'এর পরও হবে? আপনার এই বুদ্ধিবৃত্তিতে আমি মুগ্ধ হয়ে গেছি বলে আপনার ধারণা?''বাংলাদেশে সবচেয়ে সন্তা জিনিস কোনটা?' 'ম্যাচ। মানে দেশলাই। সেই জন্মের পর থেকে দেখছি এক টাকা দাম। এখন দুই টাকা দামের ম্যাচ বেরিয়েছে যদিও, কিন্তু এক টাকায়ও পাওয়া যায়।' 'ও, আচ্ছা। কোন জিনিসটা সবচেয়ে বেশিদিন টেকে?' 'আফটার শেভ লোশন। সেই কবে একটা কিনেছি, এখনও চলছে।' 'আচ্ছা। আর কোন জিনিসটা সবচেয়ে দ্রুত ফুরিয়ে যায়?' 'পাঁচশ টাকার নোট। ভাঙালেই শেষ। সকালে ভাঙিয়েছিলাম, আপনার অফিসে আসতে আসতেই শেষ।' 'হুঁ, বুঝলাম।' ভদ্রলোক বড় করে একটা শ্বাস নিলেন। কফির কাপে একটা চুমুক দিয়ে কী যেন ভাবলেন। তারপর হাসতে হাসতে বললেন, 'আপনার কি ধারণা এর পরও আপনার চাকরিটা হবে?' 'আমার ধারণা হবে।' 'এর পরও হবে? আপনার এই বুদ্ধিবৃত্তিতে আমি মুগ্ধ হয়ে গেছি বলে আপনার ধারণা?'
Mustafa Mamun বিশ্ববিদ্যালয়ে বিষয় ছিল আইন। কিন্তু আইনজীবী আর হওয়া হয়নি। এমন আরো অনেক না হওয়ার ভিড় পেরিয়ে যতসামান্য যা হয়েছে তার পুরোটাই লেখালেখিকেন্দ্রিক। লেখক এবং সাংবাদিক, আপাতত এটাই নামের পাশের পরিচয় । জন্ম মৌলভীবাজারের কুলাউড়ায়। তারপর সিলেট ক্যাডেট কলেজের রোমাঞ্চকর জীবন। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্মান প্রথম বর্ষ থেকেই ক্রীড়া সাংবাদিকতা নামের দারুণ আনন্দময় এক পেশায় জড়িয়ে পড়া। খেলা দেখতে আর লিখতে ভ্ৰমণ করা হয়ে গেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্পেন, ইতালি, সুইজারল্যান্ড, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা, দেশ। বন্ধু-আডডা-মানুষ এসব নিয়ে মেতে থাকতে ভালো লাগে। বই পড়া, খেলা দেখাও আছে পছন্দের তালিকায়। কিন্তু সব ছাপিয়ে শেষ পর্যন্ত সবচেয়ে পছন্দের কাজ লেখা। এই নিয়ে চলছে জীবন। ভালোই তো চলছে!