জিললুর রহমান কবি, প্রাবন্ধিক, অনুবাদক জিললুর রহমানের জন্ম চট্টগ্রামে, ১৬ নভেম্বর ১৯৬৬ খ্রিষ্টাব্দে। আশির দশকে লেখালেখির সূচনা। লিরিক, নিসর্গ, জীবনানন্দ, সমুজ্জ্বল সুবাতাস, পুষ্পকরথ, শতক্রতু, সবুজ আড্ডা, বিন্দু, চারবাক, কঙ্কাল, খড়িমাটি, একবিংশ, মেঘচিল, চিন্তাসূত্র, ইরাবতী, আরম্ভ, তর্ক বাংলা, মন-মানচিত্র, আপনপাঠ-সহ বিভিন্ন ছোটোকাগজে নিয়মিত লেখেন/লিখেছেন। পেশায় চিকিৎসাবিজ্ঞানের শিক্ষক। প্রকাশিত কবিতাগ্রন্থ : অন্য মন্ত্র (লিরিক, ১৯৯৫; দ্বিমত, ২০২২); শাদা অন্ধকার (লিরিক, ২০১০); ডায়োজিনিসের হারিকেন (ভিন্নচোখ, ২০১৮); আত্মজার প্রতি ও অন্যান্য কবিতা (খড়িমাটি, ২০২১); হঠাৎ রাজেন্দ্রপুর (চন্দ্রবিন্দু, ২০২২); পপলার বন মরে পড়ে আছে (বাতিঘর, ২০২২); এক সে মেরাজের রাত্রে ঘুমিয়েছি (দ্বিমত, ২০২২)। প্রবন্ধ/নিবন্ধ : উত্তর আধুনিকতা : এ সবুজ করুণ ডাঙায় (লিরিক, ২০০১; খড়িমাটি, ২০১৯); অমৃত কথা (লিরিক, ২০১০); কবিতা : পাঠে পাঠান্তরে (দ্বিমত, ২০২২), উত্তরচেতনার ভূমিকা (দ্বিমত, ২০২২)। অনুবাদ : আধুনিকোত্তরবাদের নন্দনতত্ত্ব : কয়েকটি অনুবাদ (লিরিক, ২০১০); নাজিম হিকমতের রুবাইয়াৎ (বাতিঘর, ২০১৮); এমিলি ডিকিনসনের কবিতা (চৈতন্য, ২০১৮)। চিকিৎসাবিজ্ঞানের প্রকাশনা : Pathology Tutorial (vol—1&2), Original Research articles—67, Scientific Editorial—3।