"চলো পাল্টাই" বইয়ের পিছনের কভারের লেখা: বইটি পড়লে এবং ব্যক্তিগত জীবনে প্রয়ােগ করলে তরুনদের চিন্তাধারা ও জীবন বদলে যাবে। জীবনে সকল হতাশা এবং ব্যর্থতা জয় করে তরুনরা নতুন জীবন লাভ করবে। তরুনদের আশা ধুলিশ্যাৎ হয়ে গেলে তারা বন্দুক ও বােমার পরিনত হয়। তখন তারা নানা ধরনের আপরাধ, সন্ত্রাস ও নৃশংস কর্মকান্ডে জড়িয়ে পড়ে। তরুন প্রজন্মকে অবহেলা করার জন্য আমরা আজ নানা রকম সংঘাত আর সন্ত্রাসে ভুগছি। তরুনদের বদলাতে বইটি যদি সামান্যতম ভূমিকা রাখতে পারে তাহলে আমি নিজেকে ধন্য মনে করবাে। বইটি সমস্ত রকম হতাশা দূর করে সকল প্রকার ব্যর্থতাকে সফলতায় রূপান্তরিত করবে। তরুন সমাজ নতুন উদ্দীপনায় উজ্জীবিত হবে। বইটি হাতাশাগ্রস্থ তরুন সমাজের আত্মবিশ্বাস বাড়াবে। বইটি সবাইকে অনুপ্রেরণা যােগাবে। আমি ভবিষ্যত প্রজন্মের তুরুনদের জন্য বইটি লিখেছি। কারন তরুনদের মধ্যে একটি উদ্দ্যোগ কাজ করে তারা। প্রতিনিয়ত নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে আসে। তরুনদের দরকার একটি স্ফুলিঙ্গের। একটু অনুপ্রেরনার। আমার বিশ্বাস বইটি পড়লে তরুনদের আত্মবিশ্বাস বাড়বে, চিন্তাধারা এবং জীবন বদলে যাবে। বইটি পড়ে ভালাে লাগলে আপনার মতামত জানাবেন।
জীবনে এমন অনেক মুহর্ত আসে, যখন দেয়ালে পিঠ ঠেকে যায়। মনে হয় এর থেকে হয়তাে বা সামনে এগােনাে সম্ভব নয়। কঠিন এই সময়ে সবার উচিত একজন কাউকে নিজের অনুপ্রেরণার জায়গাটা দিয়ে দেওয়া, তার সাফল্য থেকে শিক্ষা নিয়ে নিজের ব্যর্থতার কারণগুলাে খুজে বের করা। আমি তখন ডঃ মুহাম্মদ ইউনূসের অনুপ্রেরনায় এগিয়ে চলি। যেমন করে তিনি শত বাধা, শত প্রতিকুলতা অতিক্রম করে এত বড় হয়েছেন। ব্যর্থতার থেকে শিক্ষা নিয়ে নিজের যােগ্যতা প্রমাণ করার জন্য এক ধরনের জেদ চেপে বসেছিল। আমার মনে হয়েছিল কাজ দিয়েই প্রমাণ করতে হবে নিজের সাফল্য। তাই আমি পুরােদমে লেখালেখি শুরু করি। একবার লিখি। পড়ার পর মনে হয় ভাল হয়নি। তারপর আবার লিখি। এভাবে কত কাগজ যে লিখে লিখে নষ্ট করেছি তা বলতে পারবাে। আমি তরুণ প্রজনাের জন্য অনুপ্রেরণা যােগাতে চাই, কারণ হয়তাে বা তরুণদের সাহায্যের প্রয়ােজন। তাই আমি এই বইটি লেখার প্রয়ােজন বােধ করি। আর এই বইটি প্রকাশ করতে আমাকে কম ঝক্কি পােহাতে হয়নি। এমন আনকোরা লেখকের বই কে পড়বে। কোন প্রকাশকও আমার এই বই প্রকাশে আগ্রহ দেখায়নি। সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে বইটি প্রকাশ করলাম। বইটি পড়ে যদি আপনার আত্মবিশ্বাস বেড়ে যায় তাহলে আমি মনে করবাে আমার লেখা, আমার পরিশ্রম স্বার্থক। আপনার জন্য রইলাে আমার শুভ কামনা। বিশ্বাস ফজলুল হক।