Bangladesh has recently turned out to be an intriguing model of economics. It warrants faster growth to help the economy achieve the next level of development. The book argues how macro policymaking and institutions can empower growth to make this graduation possible. This work shows how the market economy along with the spirit of liberalization has energized Bangladesh to be a growth story and how further reforms and apt investment strategies can make the country's development sustainable in the twenty-first century. The book shows how monetary instruments adjust to fiscal targets and argues for better coordination between monetary and fiscal policy. While a gradual improvement in investment may not prove effective to accelerate growth, an investment blitz must be carried out through even outsourcing the management if needed. The benefits of the demographic dividend will fizzle out in 30 years, hurrying up the need for rapid building of infrastructure and energy facilities. The book is different from a typical publication on the Bangladesh economy. Its unique organization turns out to be a pleasant collection of economic stories mingled with experiences and anecdotes that engage the readers of diverse backgrounds. Its argumentative style would be motivational and thought provoking for stakeholders and policymakers who strive to empower growth in a sustainable manner. This work stands out to be a handbook of investment strategies, macro policies, and institutions - which the author thinks are most appropriate for accelerating growth in a vibrant Bangladesh.
বিরূপাক্ষ পাল নিছকই এক জীবনপুরের পথিক। জন্ম ১৯৬৩-এর বসন্তে। ১৯৭১-এ নালিতাবাড়ী থেকে শরণার্থী হয়ে মেঘালয় গেলেন। তখন থেকেই নিসর্গের সান্নিধ্যে পথচলার আনন্দ। মমতাময়ী মায়ের পাশে থেকে পাঠের অভ্যাস। শিক্ষক পিতার প্রেরণায় প্রথম লেখালেখির সূচনা। কনিষ্ঠ ভ্রাতা উৎপলাক্ষের অকাল মৃত্যু তাকে সবচেয়ে বেদনার্ত করে—আবার ক্লান্তিবিহীন এগিয়ে যাবার ডাক দিয়ে যায়।। বর্তমানে বিরূপাক্ষ পাল কোর্টল্যান্ডস্থ নিউ ইয়র্ক রাজ্য বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির স্নাতক বিরূপাক্ষের প্রথম পেশা গৃহশিক্ষকতা, তারপর ব্যাংকিং। আনন্দ পান নি অসৃজনী ব্যাংকিংয়ের ঘানি টানতে। ছেড়ে দিয়ে রাস্তায় নামেন। মুক্ত লেখালেখি, চুক্তিভিত্তিক গবেষণা, শেষতক সাংবাদিকতা। অস্ট্রেলিয়া গিয়ে এই বেকারের আবার পথচলা। সিডনিতে বৎসরাধিক সরকারি চাকরি। এমবিএ শেষ করেন সিডনির প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আবার ব্যাংকে। ভাল লাগেনি – তাই শিক্ষার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে গমন দু’হাজার দশকের শুরুতে। নিউ ইয়র্কের বিংহামটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করে অধ্যাপনার কাজে এতদিনে থিতু হয়েছেন। মাঝে তিন বছরের জন্য দেশে এসে কেন্দ্রীয় ব্যাংকে অর্থনীতিবিদের কাজ করেছেন। অতিথি শিক্ষক হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-তে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে পড়িয়েছেন। বিআইডিএস-এ ভিজিটিং ফেলোও ছিলেন। বিরূপাক্ষ তার স্ত্রী তমা পাল ও তিন সন্তান নিয়ে সংসার পেতেছেন পাহাড়ঘেরা কোর্টল্যান্ড শহরে। অর্থনীতি, বিতর্ক, রম্য ও ভ্রমণ – এ চার বিষয়ে তিনি লিখেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ সহজ কথায় অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতি, ম্যাক্রোএকোনোমিক পলিসি অ্যান্ড ইনস্টিটিউশন্স ফর গ্রৌথ ইন বাংলাদেশ, বিতর্ক ভুবন, প্রথম বিতর্ক কথা, দ্বন্দ্বসূত্র, মশার জন্য ভালবাসা (রম্য), রম্যলোকের সৌম্যসভা ও সিডনির পথে পথে। তার প্রিয় শখ লেখালেখি, সঙ্গীত ও বক্তৃতা।