“জীবন গদ্য" বইটির ভূমিকা থেকে নেয়াঃ জীবনের কথা মানে নিজের কথা। নিজের কথা মানে আত্ম জীবন। কথা সাহিত্যের একটি অন্যতম ধারা হলাে এই জীবনী। কিন্তু জীবন গদ্য এমন ধারার কোনােটার মধ্যেই পড়ে না। জীবনের কথা বলেও আত্মজীবনী নয়, জীবনের অংশ হয়েও স্মৃতিকথা নয়। কিন্তু জীবনকে ঘিরে কিছু সময়, কিছু অনুভব, কিছু দেখার, কিছু ভাবার, কিছু বােধের, কিছু নিরাকার কথামালা নিয়েই জীবন গদ্য। কখনাে এসেছে প্রত্যাহিকতা, কখনাে এসেছে এক চিলতে ঘটনার কথা। দর্শনের পথে উপলব্ধির প্রকাশ, সাহিত্যের মূর্ঘনায় শব্দের নির্যাস এবং জীবনের বিচিত্র পথে পদচারণের অভিজ্ঞতা নিয়েই জীবন গদ্যের প্রচেষ্টা। দশটি মােটা দাগের বিষয়ে বিভক্ত হয়ে প্রায় একশােটি উপ বিষয়ে ভাগ করে দেয়া হয়েছে পাঠের সুবিধায়। প্রতি টি পৃষ্ঠাই এক একটি সাবজেক্ট। প্রতিটি উক্তির তথ্যসূত্র বইয়ের শেষ ভাগে দেয়া আছে। ধারাবাহিক পড়ার জটিলতা নেই, যে কোন বিষয়ে বইয়ের যে কোনাে প্রান্ত থেকেই যেমন পড়া যাবে, আবার বিষয়ের অন্তর্ভুক্ত উপ বিষয়ে চাইলে সেটাও পড়ে নেয়া যাবে। প্রতিটি বিষয় এক একটি স্বয়ং সম্পূর্ণ লেখা। ধারাবাহিক না হয়েও ধারাবাহিকতা, জীবনের ধারাপাত না হয়েও জীবনের সরল কথা।
অপূর্ব চৌধুরী। চিকিৎসক, কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক। জন্ম, বেড়ে ওঠা এবং ছাত্রজীবন বাংলাদেশে। উচ্চতর পড়াশোনা ইংল্যান্ডে। বর্তমানে বসবাস লন্ডনে। পেশায় চিকিৎসক এবং বিজ্ঞানী, বোধের চর্চায় লেখক। ভালোবাসেন মিনিমালিজম। দর্শন, মনস্তত্ত্ব , ইতিহাস, বিজ্ঞান এবং সাহিত্য প্রিয় বিষয়। ভালো লাগে ভ্রমণ এবং ক্যাম্পিং। সাঁতার, লন টেনিস প্রিয় স্পোর্টস। শখের ছবি তোলেন। পাখি, ফুল এবং প্রকৃতি পছন্দ করেন। অবসরের আনন্দ হাইকিং, ট্র্যাকিং, মাউন্টেনিয়ারিং। বাংলা এবং ইংরেজিতে পত্রিকা ও জার্নালে নিয়মিত লিখেন। এ যাবত ৯ টি গ্রন্থের প্রকাশ। উল্লেখযোগ্য বই- অনুকথা সিরিজ, জীবন গদ্য, খেয়ালি প্রহর, বৃত্ত, ভাইরাস ও শরীর এবং রোগ ও আরোগ্য ।