"রক্ত পিপাসা" বইয়ের পেছনের কভারে লেখা:জীবনে একবারও ভয় পায়নি- এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ছােটবেলা থেকেই আমরা ভয়কে সাথী করে বেড়ে উঠি। বুঝতে শেখার পর থেকে আমাদের জন্য অপেক্ষা করে ভূতের ভয়। সব কিছুতেই আমরা খুঁজে পাই ভূত নামের না দেখা ভৌতিক কোনাে ব্যাপার এবং সেই সাথে আতঙ্কিত হই। আমরা কখনাে কেউ নিজের চোখে ভূতকে না দেখলেও অবচেতনভবে আমাদের মনের কোণে স্থায়ীভাবে জায়গা করে নেয় ভূত বা ভূতের ভয়। ভয় পেলে আমরা জড়ােসড়াে হই। আমাদের সারা শরীর ভয়ে কাঁটা দিয়ে ওঠে, হৃদস্পন্দন বেড়ে যায় দ্রুত। যত যাই হােক, আমরা কিন্ত ভয় পেতে পছন্দ করি। ভয় পেতেই আমরা অনেকেই পুরাে আড়াই-তিনঘণ্টার হরর মুভিটা এক বসায় দেখে ফেলি। মুভি দেখতে দেখতে ভয় পেয়ে চিৎকার দিই, কিন্ত চোখ সরাই না। ছবি দেখার পর কিংবা ভৌতিক উপন্যাস, গল্প-কাহিনী পড়া শেষে রাতে একাকী ঘরের বাইরে যেতে ভয় পাই, দু’চোখে ঘুম আসতে চায় না ভয়ে, আতঙ্কে। কিন্তু তারপরও আমরা হরর মুভি দেখি, ভৌতিক গল্প, উপন্যাস পড়ি। কারণ একটাই, আমরা ভয় পেতে ভালােবাসি। ভয় আমরা উপভােগও করি। এই বইয়ে গা ছম ছম করা বেশ কয়েকটি ভয়ের গল্প। সংকলিত হয়েছে। দেশ বিদেশের বিভিন্ন পটভূমিকায় লেখা গল্পগুলাে সবার ভালাে লাগবে আশা করি।
Rezaul Karim Khokan- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জনের পর ব্যাংকিং পেশায় নিয়োজিত হন। বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকে কর্মরত রয়েছেন। স্কুল জীবন থেকেই তাঁর লেখালেখির সূচনা। ব্যাংকিং পেশায় কর্মব্যস্ততার মাঝেও তিন দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন। গল্প-উপন্যাস, বিনোদন, অ্যাডভেঞ্চার, লাইফস্টাইল, অর্থনীতি, ব্যাংকিং প্রভৃতি তাঁর লেখার বিষয়বস্তু। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৮।