বই পরিচিতি : বিশ্বলোকের গল্প যে কোন সংস্কৃতির অমূল্য সম্পদ তার লোকগল্প। মানুষের মুখে মুখে প্রচারিত লোকপ্রিয় গল্পগুলো কালক্রমে লোকগল্পের মর্যাদা পায়। একটি জনপদের মানুষের ধ্যান ধারণা, বিশ্বাস, সংস্কৃতির নানা উপাদান তাদের লোকগল্পের বুননে মিশে থাকে। গল্পগুলো ঐ জনপদের মানুষের শুভবোধকে ধারণ করে। উপকথা, রূপকথা, কিংবদন্তী সবগুলোকেই লোকগল্প বলা যেতে পারে। ‘বিশ্বলোকের গল্প’ বইটি পৃথিবীর ১২টি দেশের লোকগল্পের অনুবাদের একটি সংগ্রহ। গল্পগুলো শিশু কিশোরদের উপযোগী। বইটিতে এশিয়া ও ইউরোপের চারটি করে দেশের গল্প আর অন্যান্য মহাদেশের একটি করে গল্প আছে। গল্প অনুবাদ হয়েছে জাপান, চীন, ভারত, ইরান, তানযানিয়া, রাশিয়া, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র (রেড ইন্ডিয়ানদের গল্প), ব্রাজিল ও অস্ট্রেলিয়া (এ্যাবোরিজিন্সদের গল্প) থেকে। প্রতিটি গল্পের সাথে আছে শিল্পী সাগর খানের আঁকা সুদৃশ্য ছবি। বইটি সম্পর্কে বাংলা একাডেমির উপপরিচালক জনাব আমিনুর রহমান সুলতান বলেন, ‘গল্পগুলো যেমন শিশু কিশোরদের আনন্দ দেবে, তেমনি তাদের উন্নত মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করবে। বইটির সাবলীল অনুবাদ শিশু কিশোরদের সহজে বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেবে। আবার বিশ্বের লোকসাহিত্যের একটি যাত্রাও তারা সম্পন্ন করতে পারবে।’ বইপাঠ আনন্দময় হোক।
জন্ম চট্টগ্রামে। তবে বাংলাদেশের বিভিন্ন জেলায় বাল্যকাল কেটেছে। কম্পিউটার প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে বাংলাদেশ ব্যাংকে সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছেন। ভালোবাসেন বই আর ভ্রমণ। সাহিত্য এবং চলচ্চিত্র তাকে বিশেষভাবে টানে। বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্রের সদস্য ছিলেন। লেখালেখিতে মূল আগ্রহ ছোটগল্প এবং প্রবন্ধে। শিশু কিশোরদের জন্যও লিখতে পছন্দ করেন। পাশাপাশি গদ্য অনুবাদ করেন আর চলচ্চিত্রের রিভিউ লিখে থাকেন।