জন্মের পর বাবা মারা যাওয়ায় মায়ের আদর যত্নে এবং শত কষ্টে বড় হয় আবির। সমাজের শৃঙ্খলার শিকলে কিছুতেই নিজেকে আবদ্ধ করে রাখতে রাজি নয় সে। আর তাই দূরন্তপনা আর দুষ্টমিতে সহপাঠিদের সাথে নিয়ে পুরো গ্রাম পেরিয়ে নানান ঘটনা ঘটানোতে যেন আবিরের সুখ। যে সুখের জন্য তার মা'কে শত দুঃখ পোহাতে হয়, মানুষের নানান ধরনের নালিশ আর কটূ কথায়। হঠাৎ আবিরের জীবনে আবির্ভাব ঘটে জলকুমারীর, নদীর জলের ভিতর থাকা মায়াপুরীতে যার বসবাস। জলকুমারীর রূপ লাবণ্য আর সুরের মোহনায় মুগ্ধ হয়ে যায় আবির। কিন্তু দু'জনের মধ্যে সৃষ্টি হয় একে অপরকে কাছে পাওয়া বাধা। জলকুমারী জলের স্পন্দন ছাড়া দূরে কোথাও যেতে পারে না। চাইলেও যখন তখন জল এবং মায়ারপুরী ছেড়ে পৃথিবীতে আসতে পারে না। কেননা তার সবচেয়ে বড় শত্রু সূর্যের তাপ। অন্যদিকে আবিরের পক্ষেও সম্ভব নয় মায়াপুরীতে যাওয়ার। দুজনের মনে প্রশ্ন সৃষ্টি হয় জলকুমারীর মায়াপুরীতে থাকার রহস্য ও তার স্বাভাবিক জীবনে ফিরে আসার উপায়। কিন্তু খুঁজে পায় না কোনো সমাধান। নদীর পাড়ে চল্লিশ বছর ধরর ধ্যান করা এক সন্ন্যাসী এসে জানায় জলকুমারীর মায়াপুরীতে থাকার রহস্য ও স্বাভাবিক জীবনের ফিরে আসার উপায়। যার সমাধান রয়েছে মায়াপুরীতে থাকা মায়াপ্রাসাদের সপ্তম মায়াকক্ষে, সাতটি দরজা পেরিয়ে যে মায়াকক্ষে প্রবেশ করতে হবে। যার প্রতিটি দরজা এবং কক্ষে রয়েছে ভয়ঙ্কর মৃত্যু ঝুঁকি। আর পুরো মায়াপুরী ও মায়াপ্রাসাদে যাওয়া আসার জন্য আবির সময় প্রায় একটি সূর্যোদয় হওয়া থেকে আরেকটি সূর্যোদয় পর্যন্ত। এই সময়ের মধ্যে মায়াপুরী থেকে বের হয়ে আসতে না পারলে আরেকটি সূর্যোদয় হওয়ার সাথে সাথে মায়াপুরীতে মৃত্যু ঘটবে আবিরের।
বাবা, আবুল হাসেম ও মা, ছালেহা বেগমের পাঁচ ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি ৫ম । ১৯৮৭সালে কুমিল্লা জেলার, লাকসাম (বর্তমানে মনােহরগঞ্জ) উপজেলা এর অন্তর্গত ভােগই গ্রামের এক মুসলিম পরিবারে জন্ম। কিশাের বয়স থেকেই বই পড়ার প্রতি যে ঝোঁক সবার দৃষ্টিতে আসে, পরে তা লেখালেখির শিল্পতে প্রকাশ পায়। সাহিত্যের প্রায় সব শাখাতেই পদচারণা । একে একে লিখে চলেছেন গান, কবিতা, উপন্যাস, ছােটগল্প, শিশুতােষ বইসহ সাহিত্যের নানা অংশে। ২০০৬ সাল থেকে লেখাসমূহ নিয়মিতভাবে প্রকাশ হতে থাকে বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিনসহ নানাভাবে। একে একে প্রকাশিত হয়েছে 'ভালােবাসাহীন পৃথিবী', 'একমুঠো সুখ' 'জলকুমারী' 'একমুঠো আলাে' কাব্যের পালকে বসন্ত' রেজাউদ্দিন স্টালিন বিকল্প বায়ােডাটার কবি নামক বইসমূহ । বাংলা সাহিত্যকে দেশ ও দেশের বাহিরে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে বর্তমান সময়ের জনপ্রিয় ও খ্যাতিমান কবি সাহিত্যিকদের নিয়ে ২০১৪ সালে গঠন হয় ‘বাংলাদেশ কবি সভা' নামক সাহিত্য সংগঠন। বর্তমানে তিনি বাংলাদেশ কবি সভা সাহিত্য সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বের পাশাপাশি মাসিক পত্রিকা 'জাগ্রত'- এর সম্পাদক ও বাবুই প্রকাশনীর সত্তাধীকারী।