বেড়াতে যাবেন আমার সাথে? পেশাদার গাইড না হলেও, বেড়াতে খারাপ লাগবে না। সীট খালি আছে, নিশ্চিন্তে উঠে পড়ুন গাড়িতে। শুরুতে রােমান্টিক ভ্রমণে নিয়ে যাবাে ভারতের দক্ষিণে দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায়। উত্তাল ঢেউ পেরিয়ে পৌছাব শ্রীলঙ্কার দক্ষিণ পূর্ব তীরের শহর গ্যালেতে। সহধর্মিনীর সাথে কলম্বাে আর ক্যান্ডিতে ঘুরে বেড়াব লেক, মন্দির, বাগান আর সব দর্শনীয় টুরিস্ট স্পটে। গরম লাগছে ? শীতল আর মনােমুগ্ধকর হিল স্টেশন নুয়ারা এলিয়াতে স্পিড বােটে ঘুরে বেড়াবাে গ্রেগরি লেকে। শপিং ছাড়া ভ্রমণ কি উপভােগ্য হয় বলেন ! সাংহাইতে থামবাে মজাদার কিছু শপিং এ, এরপর হতে বারবার আমাদের সঙ্গী হতে চাইবেন সন্দেহ নেই। আর চীন সম্পর্কেও বদলে যাবে আপনার বহুল প্রচলিত কিছু ধ্যানধারনা। পরিবারের সাথে একটা পুরাে দেশ ঘুরে বেড়ানাে সবসময়ই রােমাঞ্চকর। সৌন্দর্যের রাণী আর বিনােদনের শহর সিঙ্গাপুরের পরতে পরতে জড়িয়ে থাকা, ছড়িয়ে থাকা রহস্যের ডালপালা আসুন একের পর এক খুলতে থাকি। সবশেষে চলুন আধ্যাত্মিক আর মানসিক শান্তির ঠিকানা, মুসলিমদের ধর্মীয় তীর্থস্থান মক্কা আর মদিনায়। কখনাে হাসবেন, কখনাে ভাববেন, কখনাে শিখবেন আবার কখনাে হয়তাে গভীর চিন্তায় ডুবে যাবেন, এও কি সম্ভব ! আর দেরি নয়, চলুন বেরিয়ে পড়ি, এসব দেশের অজানা আর রােমাঞ্চকর সব ভ্রমণের গল্প শুনে আসি।