বছর কয়েক আগে, সময়টা ঠিক মনে নেই, আমরা দুজন-মানে আমি আর আমার স্ত্রী, ঘটে যাওয়া জীবনের এটা-সেটা নিয়ে গল্প করছিলাম মিরপুর লেকের পাশে বসে। গল্পটার শুরু ছিল এলেবেলে কথা দিয়ে, কিন্তু শেষটা ছিল মধুর। দুজনের জানা- শোনা, সেতো আর কম সময়ের নয়! সেই কথোপকথন তাই চলেছিল ঘণ্টার পর ঘণ্টা। রাত্রির প্রথম প্রহরে শুরু হয়ে শেষটা হয়েছিল মাঝরাত্তিরেরও পর। কথায় কথায় তখনই বলেছিলাম আমার দুই সন্তানের জননীকে, আচ্ছা-দুজন প্রেমিক-প্রেমিকার কথোপকথন, যার কেবল শুরু আছে, শেষ নাই, সেটা দিয়ে কি একটা পূর্ণাঙ্গ উপন্যাস হতে পারে না? ও বলেছিল, কেন নয়। তাই তো, কেন নয়? সময় পাওয়া মাত্রই তাই লিখতে শুরু করলাম কথোপকথন। আর লিখতে লিখতেই মনে এল-এ যুগে তো কথোপকথন কেবল সামনাসামনিই নয়, অনলাইনেও সমানতালে চলে। যেমন ভাবা, তেমন কাজ। কথোপকথনের দুই রূপই উঠে এল কালির আঁচড়ে। একটা "কথোপকথন: অফলাইন", আর অন্যটা "কথোপকথন: অনলাইন"। কেবলমাত্র দুটি চরিত্রের উপর ভিত্তি করে লেখা উপন্যাসটিতে মিলবে নতুনত্বের খোঁজ। পড়তেও ভালো লাগবে নিশ্চয়ই। যদিও ভিন্ন ধারার এই উপন্যাসটি অডিও আকারে করা গেলে যে আরও ভাল হতো তাতে কোনো সন্দেহ নাই। তবে দজনে