`গল্পে গল্পে প্যারেন্টিং' Short Review on the book-- 'বাচ্চাকে কী পড়াবো?' 'বাচ্চা পড়তে/শোনতে চায় না'। নতুন বাবা-মায়ের উদ্বেগ মেশানো কণ্ঠে এমন কথা এখন প্রায়ই শোনা যায়। বর্তমান সময়ে শিশু-কিশোররা 'শোনা' ও 'পড়া'র চেয়ে 'দেখা'তে বেশি অভ্যস্ত হয়ে পড়ছে। বেশি আকর্ষণবোধ করছে ভিজ্যুয়াল কন্টেন্টের প্রতি। এটা ইতোমধ্যেই অভিভাবকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষাবিদ, প্রযুক্তিবিদদের উল্লেখযোগ্য অংশও এ নিয়ে চিন্তিত। কিন্তু চিন্তাশক্তি গঠনে 'শোনা' খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাচ্চাকাল থেকে একজন যতবেশি মনোযোগী শ্রোতা হয়ে ওঠবে, বড় হতে হতে তার এই অভ্যাস আরও বাড়বে। চিন্তা ও কর্মে সাফল্য আসার প্রথম দিককার শর্ত হচ্ছে ভালো ও মনোযোগী শ্রোতা হওয়া। ভিজ্যুয়াল কন্টেন্টের ছড়াছড়িতে বাচ্চারা এখন শুধু শুধু 'শোনা' থেকে দূরে সরে যাচ্ছে, বা গেছে। মা-বাবার মুখ থেকে গল্প শোনার চেয়ে মোবাইলে ইউটিউব ভিডিও দেখতে তারা বেশি আগ্রহী। গল্প শোনতে আগ্রহী না হওয়ার একটি কারণ হলো, বাচ্চাদেরকে 'আকর্ষণীয় গল্প' বলার বা 'গল্পকে আকর্ষণীয়ভাবে বলা'র ক্ষেত্রে অভিভাবকের অক্ষমতা। 'গল্পে গল্পে প্যারেন্টিং' বইটিতে এক্ষেত্রে মা-বাবাদের জন্য কিছু চমৎকার পরামর্শ ও দৃষ্টান্ত নিয়ে হাজির হয়েছেন লেখিকা। গল্পকে বাচ্চার কাছে খুবই হৃদয়গ্রাহী করে তোলার পদ্ধতি তিনি বাতলে দিয়েছেন সংক্ষিপ্ত ও প্রাঞ্জল ভাষায়। এক্ষেত্রে বাংলাদেশের ধর্মীয় ও সামাজিকভাবে রক্ষণশীল সমাজে তার বেড়ে ওঠা এবং পশ্চিমের আধুনিক সমাজে পড়াশোনা ও কাজের অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়েছেন। ইন্টারেনেটের মায়াজাল থেকে বাচ্চাকে মুক্ত রাখার চেষ্টার পাশাপাশি নিজের রক্ষণশীল মূল্যবোধের মধ্যে থেকে বাচ্চাদের মানসিক বিকাশ ঘটাতে কিভাবে বাবা-মাকে পারদর্শী হয়ে ওঠতে হবে- লেখিকা এ বিষয়ে আলোকপাত করার চেষ্টা করছেন তার 'প্যারেন্টিং সিরিজ'-এ। আলোচ্য বইটি সিরিজের দ্বিতীয় পর্ব।
কানিজ ফাতিমা বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন ও খুলনাতে তার স্কুল ও কলেজ জীবন অতিবাহিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে মাস্টার্স ও দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে MBA ডিগ্রী লাভ করেন। শিক্ষা জীবন শেষে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় ও নর্দান ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন। নারী অধিকার, শিক্ষা সেক্টর ও প্যারেন্টিং বিষয়ে গবেষণা ও লেখালেখি তার আগ্রহের বিষয়। ২০০৯ খ্রিস্টাব্দে পরিবারসহ কানাডাতে শুরু করেন প্রবাস জীবন। কানাডার Queen's University, Kingston, Ontario থেকে ডিগ্রী নিয়ে বর্তমানে Calgary Islamic School এ শিক্ষকতা করছেন। Queens University, Ontario, Canada Alberta Children and Youth Services থেকে প্রাতিষ্ঠানিক ডিগ্রি ও সার্টিফিকেট অর্জন ছাড়াও লেখিকা কানাডায় শিশুদের নিয়ে কাজ করার ওপরে নানা ট্রেনিং ও কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে শিশুদের নিয়ে বিভিন্ন বিভিন্ন ধরণের Leadership ও Knowledge Development প্রজেক্ট পরিচালনা করছেন। এছাড়াও City of Calgary এর অধীনে শিশুদের নিয়ে নানা কার্যক্রম চালিয়ে আসছেন বিগত কয়েক বছর ধরে। প্যারেন্টিং ও শিশু-কিশোরদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা তার এক যুগেরও বেশী। শিশুদের নিয়ে এই দীর্ঘ প্রাতিষ্ঠানিক লেখাপড়া ও মাঠে হাতে-কলমে কাজ করার অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন এই বইটিতে। বর্তমানে তিনি ক্যালগেরীতে ও অনলাইনে বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত প্যারেন্টিং সেশন পরিচালনা করেন এবং এ বিষয়ে ফেইসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করেন। তার লেখা ও অনুদিত অন্যান্য বইগুলো - ১. বিয়ে ও পরিবার : সমকালীন জিজ্ঞাসা ২. বৈবাহিক সমস্যা ও কোরআনের সমাধান (অনুবাদ) ৩. আমি হতে পারি... (I can be ... ) ৪. প্যারেন্টিং - সন্তান প্রতিপালনের কলা-কৌশল (অনুবাদ) ৫. শিশু-কিশোরদের কুরআনের অনুবাদ (আমপারা)।