আমাদের মুক্তিযুদ্ধও কি এক প্রকার স্বপ্ন? নইলে আর স্বপ্নভঙ্গের বেদনার কথা আসে কেন? ভাঙতে ভাঙতে নিঃশেষ হয়ে যাওয়ার আগে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্নই বা রচনা করে কী করে? ঘুরে দাঁড়ানোর এই স্বপ্ন রচনা কি তবে কেবলই ভাঙা স্বপ্নের জোড়াতালি? এ উপন্যাসের মূল চরিত্র শওকত আলী মোটেই স্বপ্নবিহ্বল নয়, তবুও যুদ্ধোত্তর বাংলাদেশে রাজনৈতিক উত্থান পতন ও উল্লস্ফন দেখে, নতুনমাত্রার শোষণ-লুণ্ঠনের চিত্র দেখে স্বপ্নভঙ্গের সাগরতরঙ্গ আছড়ে পড়ে তার বুকে। কিন্তু সেই তরঙ্গ যে একদিন তাকেও ভাসিয়ে নিয়ে যাবে অতলে এবং সেই ডুবন্তদশা থেকে উদ্ধারলাভের আশায় আবার কখনো তাকে হাত বাড়াতে হতে পারে বিপথগামী পুত্র স্বপনের দর্পিত হাতের আঙুল ধরার জন্যে, এ কথা কেউ কোনোদিন ভাবেনি। অথচ বাস্তবে তাই হয়েছে। একদিন নষ্ট পুত্রের বিষাক্ত বাহুপাশ থেকে নিজেকে মুক্ত করে শওকত আলী ফিরে যায় তার জন্মগ্রামে, যে গ্রামে ঘুমিয়ে আছে তার শহীদ পিতা, সেই মাটিতে পা রেখে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন রচনা করতে গিয়ে সে মুখোমুখি হয় আরেক বাস্তবতার; তখন নিজের ছায়ার দিকে তাকিয়ে নিজেই ভয়ানক চমকে ওঠে। বৈরী ছায়ার সঙ্গে আত্মঘাতী লড়াইয়ের ফলে ঘটে চলে দৃশ্যাতীত রক্তক্ষরণ এবং বিপর্যয়। রফিকুর রশীদের ব্যতিক্রমী উপন্যাস ‘ছায়ার পতুল’-এর মনোযোগী পাঠক তখনই শুনতে পায় ছায়াযুদ্ধে পর্যুদস্ত এক মুক্তিযোদ্ধার অন্তরে মর্মরিত হাহাকার ও আর্তনাদ। শুনতে পায় এবং পাঠকও তারই সঙ্গে একাকার হয়ে যায়।
রফিকুর রশীদ। জন্ম ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর, মেহেরপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে ১৯৮৩ সালে সিলেটের এক চা-বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শুরু হয় তাঁর কর্মজীবন। মন টেকে না সেখানে। যােগ দেন কলেজ। শিক্ষকতায়। দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা শেষে মেহেরপুরের গাংনী কলেজ থেকে তিনি সম্প্রতি অবসর গ্রহণ করেন। নিভৃতে কাব্যচর্চা দিয়ে শুরু হলেও সত্তর দশকের শেষভাগে পত্র-পত্রিকায় গল্প লিখেই তাঁর আত্মপ্রকাশ সাহিত্যজগতে। দেশের উল্লেখযােগ্য প্রায় সব কাগজে বিরামহীন লিখে চলেছেন গল্প আর গল্প, সঙ্গে উপন্যাসও। ছােট-বড় সকলের জন্যে। নির্মোহ চরিত্র চিত্রণ এবং বর্ণনার বিশ্বস্ততাই কথাশিল্পী হিসেবে তাকে এনে দিয়েছে বিশিষ্টতা। ছােটদের জন্য লেখা গল্প এবং উপন্যাসে রফিকুর রশীদ এনেছেন বিপুল বিষয় বৈচিত্র্য। প্রিয় প্রসঙ্গ মুক্তিযুদ্ধ তাে আছেই, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কৌতূহলে ভরা বিচিত্র বর্ণে বর্ণিল ছােটদের নিজস্ব ভুবনের আলােকিত উপস্থাপন ঘটে চলেছে তার লেখা শিশু ও কিশাের সাহিত্যে। স্বপ্নজয়ের কথাশিল্পী রফিকুর রশীদ এরই মাঝে অর্জন করেছেন এম. নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক মােহাম্মদ খালেদ শিশু সাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি শিশু ও সাহিত্য সম্মাননা, কাজী কাদের নওয়াজ জন্মশতবর্ষ সম্মাননা, আলাওল সাহিত্য পুরস্কার, অরণি সাহিত্য পুরস্কার, কাঙাল হরিনাথ পদক ও পুরস্কার, বগুড়া লেখকচক্র স্বীকৃতি ও সম্মাননা, সাতক্ষীরা সাহিত্য একাডেমি সম্মাননা, সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার, দ্বিজেন্দ্র পুরস্কার (ভরত) প্রভৃতি।