"তারুণ্যের মিছিল " বইয়ের ফ্ল্যাপের লেখা: হিমু পরিবারের জন্ম ২০১৪ সালের ডিসেম্বরের ১৭ তারিখে। পাঁচ জন সাহিত্যমুখী ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে এর পথ চলা শুরু। বর্তমানে সাতাত্তর হাজার সদস্য নিয়ে এগিয়ে চলছে এই সাহিত্য পরিবারটি। আমাদের উদ্দেশ্য হলাে সাহিত্যকে ভালােবেসে হুমায়ুন আহমেদের সৃষ্ট চরিত্র হিমুকে ভালােবেসে তাকে সবার অন্তরে বাঁচিয়ে রাখা। যার জন্যই সাহিত্য গ্রুপটার নাম হয়েছে “হিমু পরিবার”। তারপর দিনের পর দিন গড়িয়েছে। হিমু পরিবার সাহিত্যকে সামনে এগিয়ে নিতে গ্রুপের সাহিত্যমনা অভিভাবক এবং সদস্যদের সাথে নিয়ে অসংখ্য প্রতিযােগিতা এবং পরিবেশনায় শুধু সাহিত্যকে ভালােবেসে ব্যক্তিগত খরচে পুরস্কারের মাধ্যমে দেশের ঘরে ঘরে পৌছে দিয়েছে যারা লিখতে পারে। তাদেরকে উৎসাহিত করার জন্য সাহিত্যকে ভালােবাসে, হিমুকে ভালােবাসে এমন সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে এবং অসংখ্য লেখক পাঠক তৈরী করেছে। হিমু পরিবারের সাহিত্য চর্চার মাধ্যমে গত পাঁচ বছরে অনেক সাহিত্যপ্রেমী বন্ধুরা বাংলা সাহিত্য মঞ্চে লেখকলেখিকা হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং তাদের গল্প কবিতার বই প্রকাশ করেছে যা হিমু পরিবারের কাছে শ্রেষ্ঠ পাওয়া।