“কাউয়া মজিদ" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ গতকাল রাতে যে স্বপ্ন দেখেছেন তাতে তিনি বাদবাকি রাত আর ঘুমাতে পারেন নাই। রাতের ঘুম পুষিয়ে নিতেই তিনি দিনে ঘুমিয়ে ছিলেন। তার ভেতরেও স্বপ্ন। গতকাল তিনি দেখেছেন তিনি মারা গিয়েছেন। গায়ে সাদা কাফনের কাপড়, নাকে কানে সুবাসিত তুলা গোঁজা। কেউ একজন চোখের ভেতরে একগাদা সুরমা দিয়ে দিয়েছে। মৃত অবস্থাতেও চোখ জ্বালা করছে। সব ঠিক আছে। কিন্তু তিনি দেখছেন মারা যাওয়ার পরে তিনি খাটিয়ায় শুয়ে নেই। টিপটিপ বৃষ্টি পরছে। তার আত্মিয় স্বজনদের অনেকেই কবরের পাড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আর তিনি কোদাল হাতে কাঁদা মাখা ঘােলা পানি ভর্তি কবরের ভেতরে দাড়িয়ে আছেন এবং দ্রুত কবর খুঁড়ছেন। আকাশ ভরা মেঘ। যে কোন মুহূর্তে ঝুম বৃষ্টি নামবে। টিপটিপ বৃষ্টি পরতে পরতে হঠাৎ জোরে বৃষ্টি শুরু হয়েছে। তিনি কোদাল দিয়ে কোপের পর কোপ মারছেন কারণ বৃষ্টির পানিতে কবর ভরে যাচ্ছে। কবরের ভেতরে যেভাবে বৃষ্টির পানি পড়ছে উপরে যারা দাঁড়িয়ে আছে এরা মনে হয় শেষ পর্যন্ত বুকের উপরে পাথর চাপা দিয়ে কবর দিয়ে যাবে। লাশের তাে একটা গতি করতে হবে। পাথর চাপা না দিয়েও উপায় কি? পাথর চাপা না দিলে নিশ্চিত বডি কবরের পানির ভেতরে চিৎ সাতার কাটবে। তিনি কোমর পানির ভেতরে দাড়িয়ে একের পর এক কোদালের কোপ দিয়েই যাচ্ছেন। চোখে কিছুই দেখতে পারছেন না। চোখ জ্বালা করছে। বৃষ্টির পানিতে চোখের সুরমা গলে চোখে ঢুকে পরেছে। হামিদ সাহেব চোখ জ্বালা নিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ঘামে ভিজে বিছানায় উঠে বসেছিলেন।