"গণিত শিখি বুঝে বুঝে" বইয়ের ফ্ল্যাপের লেখা: গণিত অলিম্পিয়াড, গণিতে যুক্ত করেছে এক নতুন মাত্রা। শিক্ষার্থীরা এখন শুধু পরীক্ষায় পাশের উদ্দেশ্যে গণিত শিখে না, গণিত শিখে গণিতের খুটিনাটি বিষয়গুলাে জানতে, গণিতের বিভিন্ন সমস্যা সমাধান ও গণিত নিয়ে কাজ করতে। তারই ধারাবাহিকতায় সাজানাে হয়েছে “গণিত শিখি বুঝে বুঝে” বইটি। কে আবিষ্কার করেছিল পিথাগােরাসের উপপাদ্য? কত ভাবে প্রমাণ করা যায় পিথাগােরাসের উপপাদ্য? কীভাবে এলাে আইডিয়াটা? পিথাগােরাসের উপপাদ্য আমাদের কী কাজে লাগে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও সামান্তরিকের ক্ষেত্রফল কী একই? ত্রিভুজের ক্ষেত্রফল 12x ভূমি x উচ্চতা হলে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে ভূমি এবং উচ্চতা কোথায়? ট্রাপিজিয়াম নিয়ে যত কথা, সুষম ষড়ভুজ ও অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র কী? বৃত্তের ক্ষেত্রফল r2প্রমাণ করব কীভাবে? বহুভুজের অন্তঃস্থ কোণ নির্ণয়, ত্রিভুজের বৰ্হিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করবাে কীভাবে?, নববৃত্তবিন্দু কী?, American Mathematical Contest ও বিভিন্ন আঞ্চলিক গণিত অলিম্পিয়াড সম্বলিত বিভিন্ন জ্যামিতিক সমস্যা ও সমাধান, এছাড়াও গণিতের বিভিন্ন মজার সমস্যা ও সমাধান নিয়ে সাজানাে হয়েছে “গণিত শিখি বুঝে বুঝে” বইটি।