"কল্কি অবতার ও হযরত মুহম্মদ সা. (প্রামাণ্য বঙ্গানুবাদ)" বইয়ের ভূমিকাঃ তুলনামূলক ধর্মতত্ত্বের মহাপণ্ডিত ড. বেদপ্রকাশ উপাধ্যায় পবিত্র কুরআন-হাদিস ও ভারতীয় ধর্মগ্রন্থাবলীর আলােকে প্রমাণ করেছেন যে, ভারতে সর্বশেষ অবতার রূপে যে কল্কি অবতারের আগমনের কথা ছিল তাঁর আবির্ভাব ইতিপূর্বেই ঘটে গিয়েছে; এবং তিনি হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নন। বেদ, পুরাণ, উপনিষদ, গীতা প্রভৃতি ধর্মগ্রন্থের উদ্ধৃতি সহযােগে প্রমাণ করেছেন যে, কল্কির আগমনের জন্য যে পটভূমি ও স্থানের কথা সেখানে বলা হয়েছে, মক্কার পরিবেশ পটভূমি এবং স্থান-কাল-পাত্রের নিরিখে তা অকাট্যরূপে মিলে যায়। সুতরাং কল্কি অবতার ও শেষনবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ব্যক্তি। অতএব, তাঁর প্রতি ঈমান আনা উচিত। উল্লেখ্য যে, তাঁর এ গ্রন্থের বিষয়বস্তুকে স্বীকৃতি দিয়ে যাঁরা এ গ্রন্থে নিজেদের মতামত লিপিবদ্ধ করেছেন তাঁরা হিন্দুধর্মের এক-একজন মহা মহা পণ্ডিত। অতএব, তারাও বিভ্রান্ত হতে পারেন না। এ বিষয়ে তাদের মতামতও খুবই গুরুত্বপূর্ণ। মূল ভাষায় এ গ্রন্থ পাঠ করে আমি নিজেও অভিভূত হই এবং এর বাংলা অনুবাদে প্রবৃত্ত হই। ২০১৩ সালের ডিসেম্বর মাসে এ গ্রন্থ অনুবাদ হাত দিই এবং কিছুকাল পরে তা শেষ করি। অবশেষে গ্রন্থখানি প্রকাশিত হল ।
Title
কল্কি অবতার ও হযরত মুহম্মদ সা. (প্রামাণ্য বঙ্গানুবাদ)