সারকথা ‘তোমার ঘরে বসত করে কয়জনা, ও মন জাননা?’ এই গানের কথার মত মন জানুক আর না-ই জানুক আমাদের প্রত্যেক মানুষের ভিতরেই বাস করে আরেক; অন্তর সত্ত্বা। এই সত্ত্বাই আমাদের ভিতরে বসে কলকাঠি নাড়ে। আমরা ক’জনইবা চিনি তারে? এজন্যই হয়তো কবি বলেছিলেন ‘আমার আপনার মাঝে আপন যেজন, খুঁজি তারে আপনাই’। অন্তরাত্মাকে খোঁজার বা বোঝার প্রয়াস সর্বকালীন। মপ্রেম-বিরহ, রাগ-অভিমান, অপূর্ণতা ও প্রার্থণায় বারবার নিজেকে খুঁজে পাওয়া-হারানোর এ হাহাকার সার্বজনীন। ব্যক্তিক মনস্তত্ত্বের টানাপোড়েনের সাথে জাতিসত্ত্বার ইতিহাসÑএকুশ, মুক্তিযুদ্ধ, ছিটমহল, রোহিঙ্গা কিংবা সমকালীন রাজনীতির স্পর্ষকাতর বিষয় উঠে এসেছে কবিতা-কথায়। অর্ন্তদৃষ্টির তীক্ষèতা, বহুমুখী বিচরণ ও সমাজ বিনির্মাণের তাড়ণা এ প্রজন্মের একজন কবিকে দাড় করিয়েছে ‘আপন আয়নায়’। ভূমিকা নাজমুল হুদার কোনো কবিতায় আমি আগে পড়ার সুযোগ পাইনি। ‘আপন আয়নায় গোপন মুখ’ একেবারে বই আকারে চূড়ান্ত করেই আমাকে তিনি দিয়েছেন। পড়ে আমার মনে হয়েছে তার কবিতা-চর্চা দীর্ঘদিনের এবং এর সঙ্গে যথেষ্ট ভালবাসা মিশে আছে। তিনি বেলাল চৌধুরী, মহাদেব সাহা, আবুল হাসানের কবিতা যে অভিনিবেশ সহযোগে পাঠ করেছেন, উদ্ধৃতিগুল্ইো তার প্রমাণ। তিনি মূলত লিরিক পছন্দ করেন, এ জায়গায় তার সাথে আমার মিল আছে। তবে তিনি ছন্দের বন্ধনে আবদ্ধ না হয়ে নিজের মত করেই লিখেছেন কোনরকম দ্বিধা না করেই। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমাদের দুই কীর্তি একুশ ও মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধ ুশেখ মুজিবুর রহমান, বাংলাদেশে শ্যামল নিসর্গ এবং এর মানুষ-সংগ্রামী, হতাশ, ক্ষুদ্ধু, কখনোবা বিদ্রোহী-যারা পরিবর্তন চায়, ভাল থাকতে চায়-এসব কথায় কবিতার বিষয়বস্ত হিসেবে বেছে নিয়েছেন। এসব ক্ষেত্রে তিনি আত্ববিশ্বাসী, দৃঢ় তার অবস্থান। এক্ষেত্রে ভিন্নমতের যে অবকাশ থাকতে পারে, তা তিনি মানেন না-তার চিন্তার সংহতি আমাকে প্রচন্ডভাবে আকৃষ্ট করেছে। শিথিল ছন্দের জন্য কখনো বা আন্তরিকতার জন্য মাঝে মাঝে সুর কেটেছে, লয় কখনো বেড়েছে কখনো কমেছে, এই যা। পা-লিপিটি পড়ে আমার মনে হয়েছে তার কবিতা লেখার প্রস্তুতি দীর্ঘদিনের। তিনি বাংলাদেশ ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত, অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজ তিনি করেন-লেখেন সারাসরি কথা বলার ঢঙে। আমি অবশ্যই আশা করি তিনি ভবিষ্যতে আমাদের উত্তম কবিতা উপহার দেবেন। তাকে ‘আপন আয়নায় গোপন মুখ’ বইিটর জন্য অভিনন্দন জানাই। - আসাদ চৌধুরী
অনুপ্রেরণামূলক বক্তা, লেখক ও জাতীয় বিতর্ক সংগঠক। বর্তমানে বাংলাদেশ ব্যাংকে কর্মরত। ছাত্রাবস্থা থেকেই তাঁর লেখালেখি, সংগঠন, সম্পাদনায় সখ্যতা। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বেশকিছু বিতর্ক ও মুক্ত আলোচনায় অংশ নেওয়া ছাড়াও সম্পৃক্ত ছিলেন বাংলাদেশ বেতার এর অনুষ্ঠান বিভাগে। লেখালেখির শুরুটা অবশ্য কবিতা দিয়ে, বাল্যবেলা থেকেই। জন্মজেলা কুষ্টিয়ার কৃষ্টি, সংস্কৃতি ও সাহিত্যানুকূল পরিবেশ ছিল তাঁর জন্য বাড়তি উৎসাহের উৎস। দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকসহ তথ্য মন্ত্রনালয়ের মাসিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে তাঁর অনুপ্রেরণামূলক নিবন্ধ। অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-এ প্রকাশিত তাঁর প্রথম বই ‘ক্যারিয়ার ক্যারিশমা: সাফল্যের সাতপাঠ’ তুমুল পাঠকপ্রিয়তা পায়। এছাড়া, শিশু-কিশোর ও তরুণদের জন্য ‘বিতর্কে হাতেখড়ি’ এবং ‘বিশ্বনন্দিত বাংলাদেশি বিজ্ঞানী’ তার উল্লেখযোগ্য প্রকাশনা।