"দ্য ওয়ান মিনিট ম্যানেজার" বইয়ের ফ্ল্যাপের লেখা: বিশ বছরেরও অধিক সময় ধরে বিভিন্ন দেশের কয়েক মিলিয়ন কোম্পানি ম্যানেজার এবং ব্যবসায়ী উদ্যোক্তারা ‘দ্য ওয়ান মিনিট ম্যানেজার’ বইটির কৌশলগুলাে অনুসরণ করে আসছেন। ফলে তারা তাদের চাকরির ক্ষেত্রে প্রভূতি উন্নতি ও সফলতা লাভ করেছেন। ওয়ান মিনিট ম্যানেজমেন্টের কৌশলগুলাে রপ্ত করার মধ্য দিয়ে এই সাফল্য অর্জিত হয়েছে। দ্য ওয়ান মিনিট ম্যানেজার হলাে একটি সংক্ষিপ্ত ও সহজবােধ্য গল্প যা জীবনের প্রায়ােগিক রহস্যগুলি উন্মােচিত করেছে : এক মিনিটের লক্ষ্য, এক মিনিটের প্রশংসা এবং এক মিনিটের তিরস্কার। বইটিতে চিকিৎসা বিজ্ঞান এবং আচরণ বিজ্ঞান বিষয়ক কিছু গবেষণার কথাও এসেছে যা অত্যন্ত পরিস্কারভাবে উপরােক্ত কৌশলগুলাের ব্যাপক কার্যকারিতার কারণ ব্যাখ্যা করেছে। বইটি পড়ে শেষ করার পর আপনি বুঝতে পারবেন কীভাবে ঐ কৌশলগুলাে আপনার নিজের ক্ষেত্রে প্রয়ােগ করতে পারবেন এবং এর উপকারটুকু অর্জন করতে পারবেন। জীবনের ব্যবহারিক ক্ষেত্রে সফলতা অর্জনের সহজ কৌশলগুলাে তুলে ধরার কারণেই ‘দ্য ওয়ান মিনিট ম্যানেজার’ বইটি দুই দশকেরও অধিক সময় ধরে বিজনেস বেস্ট সেলারের তালিকায় থেকে যেতে পেরেছে। এবং আন্তর্জাতিক পরিসরে সাড়া জাগাতে পেরেছে।