“পিরামিড" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ ঐতিহাসিক উপন্যাসের মােড়কে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে তুলে ধরার এক অনুপম দক্ষতা লক্ষ করা গেছে ইসমাইল কাদরীর উপন্যাসে। স্বৈরতান্ত্রিক শাসনে জর্জরিত আলবেনিয়ার গণ মানুষের অবস্থা তুলে ধরতে তিনি রূপক হিসেবে আশ্রয় নিয়েছিলেন পিরামিড নির্মাণের সময়কালকে। আর্থিক দিক থেকে উন্নত মিশরের মানুষকে দমন করে নিজ নখদর্পনে রাখার প্রয়াসে ফারাও চিপস সিদ্ধান্ত নিয়েছিলেন যে পিরাডিম নির্মাণের তার মূল প্রতিপাদ্য ছিল সবাইকে ব্যস্ত রাখা। এজন্য ধর্মের বাণী, প্রশাসনের ভয়ভীতি ও নির্যাতন থেকে শুরু করে মগজ ধােলাই কোনােকিছুই বাকি রাখেনি তার সাঙ্গপাঙ্গ ও সৈন্য সামন্তরা। কিছু মানুষ ধর্মভীতি থেকে শুরু করে শান্তি খুঁজে নিতে যেমন অবলীলায় পিরামিড তৈরির কাজে সমর্থন জুগিয়েছে, তেমনি কেউ কেউ প্রতিবাদী হয়ে ওঠেনি এমনটা নয়। তবে যারা প্রতিবাদী হয়েছিল তাঁদের মরতে হয়েছে ফারাওয়ের বাহিনীর নির্মম নির্যাতনের মুখে । ইসমাইল কাদরী এমনি নানা ঘটনার ঘনঘটায় মূলত তুলে ধরতে চেয়েছেন কথিত সমাজতান্ত্রিক আলবেনিয়ায় প্রশাসনের হাতে গণমানুষের নির্যাতনের নানা চিত্র । ইতিহাস ও কথাসাহিত্যে আগ্রহী যে কোনাে মানুষের জন্য পছন্দনীয় এবং রুদ্ধশ্বাসে পড়ে শেষ করে দেয়ার মত এক অসাধারণ ঐতিহাসিক উপন্যাস এই ‘পিরামিড’ ।
Dr. Md. Adnan Arif Salim বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলে ইতিহাসের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। জন্ম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশীতে। লিখছেন ইতিহাস, প্রত্নতত্ত্ব, সাংস্কৃতিক ঐতিহ্য ও সাম্প্রতিক নানা বিষয় নিয়ে।