"বুকের বেদন" বইয়ের ফ্ল্যাপের লেখা: ... আবেগ কারাে জন্য খুলে দেয় সফলতা ও সার্থকতার দুয়ার। কারাে জীবনে নিয়ে আসে বিফলতা ও ব্যর্থতার ঘাের অন্ধকার। আবেগে পড়ে কেউ জয় করে হিমালয়ের এভারেস্ট শৃঙ্গ আবার কেউ পরাজয় বরণ করে খাগড়াছড়ির আলুটিলা আরােহণে। আবেগ কারাে জীবনকে দেয় অনেক উপহার। আবার কারাে জীবনের অকালে টানে উপসংহার। আবেগের ফলে না-পাওয়ার ব্যথায় কারাে চোখ ছলছল করে। পাওয়ার আনন্দে কারাে চোখ ঝলমল করে। আবেগ কাউকে হাসায় কাউকে কাঁদায়। আবেগে পড়ে কেউ অনেক কিছু পায়। আবার কেউ সব কিছু খােয়ায়। আবেগ কখনাে সাহায্য করে সফলতার সিঁড়ি বেয়ে উঠতে ও দুর্গমগিরি পাড়ি দিতে। আবার কখনাে সাহায্য করে। ব্যর্থতার বিড়ি টেনে জীবন কাটাতে ও সুগম পথে হোঁচট খেতে। এই আবেগই নিয়ে যায় আত্মত্যাগ, আত্মােপলব্ধি, আত্মতৃপ্তি বা আত্মাহুতির দিকে। বানায় কখনাে আত্মহারা বা আত্মভােলা। আবেগ ও বিবেক একই বিন্দুতে অবস্থান করুক বা সিন্ধু সমান দূরত্বে অবস্থান করুক, আবেগই সাহায্য করে। একজন কবিকে কবি হতে, একজন সাহিত্যিককে সাহিত্যিক হতে, একজন লেখককে লেখক হতে, একজন জীবন সংগ্রামীকে সংগ্রামী হতে ও একজন স্বপ্নদ্রষ্টাকে স্বপ্ন দেখতে। এই আবেগই বিশ্বকে , অনেক কিছু উপহার দিয়েছে। আবেগে পড়েই তাে মােঘল সম্রাট শাহজাহান আগ্রার তাজমহল বানিয়েছিলেন যা এখন বিশ্বের সপ্তাশ্চর্যের একটি। ' প্রতিদিন হাজার হাজার মানুষের চোখ জুড়ায় এটি। যাক, আর যাই হােক এগুলাে সব আবেগী কথাবার্তা। আবেগে পড়ে বিবেক হারাতে নেই।