“রুদ্র এবং একটি গ্র্যান্ড পিয়ানো” বইটির ভূমিকাঃ ভূমিকা আমার উন্মাদ অফিসে একদিন এক কিশাের এসে হাজির চিটাগাং থেকে। সে কিছু কার্টুন নিয়ে এসেছে, সে কার্টুনিস্ট হতে চায়। দেখলাম সে ভালই আঁকে। আমি বললাম ‘রেখে যাও। সে রেখে গেল তার কার্টুন ছাপা হল। এরপর থেকে মাঝে মাঝেই সে কার্টুন আঁকে উন্মাদে। আমরা ছাপি। একদিন সে একটা সিডি নিয়ে এল। এটা কিসের সিডি?' আমি জানতে চাই। সে বলল সে কিছু গান গেয়েছে সেই গানের সিডি। আমি বিরক্ত হলাম। কড়া গলায় বললাম “কার্টুনিস্ট হতে চাও সেটাই হও, গায়ক হওয়ার দরকার নেই!' সে সিডি রেখে চলে গেল বিষন্ন বদনে। সেই সিডি আমার টেবিলের উপর পরে রইল। হঠাৎ একদিন কি মনে করে সিডিটা ওপেন করলাম। দেখি ছেলেটা কী গান গাইল। সব গান তার নিজের লেখা, নিজের সুর করা। সুরেলা কণ্ঠে বেজে উঠল ‘সাদা রঙের স্বপ্নগুলাে...'। গান শুনে আমি মুগ্ধ। তবে এখন আমি আর একা মুগ্ধ না দেশের আপামর জনতাই মুগ্ধ। তাকে ফোন করে জানালাম ‘কার্টুনিস্ট হওয়ার দরকার নেই তুমি বরং গায়কই হও!' এই হচ্ছে আমাদের গায়ক কার্টুনিস্ট মিনার রহমান। কিন্তু সে হাল ছাড়েনি। গানও গাইছে, কার্টুনও আঁকছে। একটা কমিকসও বের করেছে। বিভিন্ন কার্টুন প্রদর্শনীতে অংশ নিয়েছে। শুধু উন্মাদে না সে এখন আরাে অনেক জায়গাতেই কার্টুন আঁকে। জানতে পারলাম এবারের মেলায় সে একটা আস্ত উপন্যাস লিখে ফেলেছে, বর্ষাদুপুর থেকে বেরুচ্ছে। তার কভার ইলাসট্রেশন সব সে নিজেই করেছে। তাকে অভিনন্দন। গদ্যের ভুবনে তাকে স্বাগতম!