"আমার দেখা তুরস্ক" বইয়ের সংক্ষিপ্ত কথা: ইউরোপের রুগ্ন দেশ তুরস্ক হঠাৎ করেই বদলে গেল। উসমানি ঘোড়ার খুর আবার শব্দ করে ছুটতে শুরু করল। বিশ্বব্যবস্থার নতুন শক্তি হয়ে ওঠা তুরস্ক নিয়ে বাংলাভাষী পাঠকদের অনুসন্ধিৎসু চোখের চাহনি আমরা উপলব্ধি করতে পারি। বাংলাদেশী তরুণ হাফিজুর রহমান বদলে যাওয়া তুরস্কের ভেতর-বাহিরের স্কেচ এঁকেছেন।
"আমার দেখা তুরস্ক" বইয়ের সূচিপত্র ১. প্রথম দিনগুলো ও তুরস্কের ইতিহাস • তার্কিশ এয়ারলাইন্সের নম্বর ফ্লাইট ৭১৩ • হাজী ভাইরাম ডরমেটরী • বাংলা খাবার: বাঙ্গালীর জীবনে কতটা গুরুত্বপূর্ণ! • ইউনুস এমরে ও হাজী ভাইরাম ভেলী • তুর্কি ভাষা শিক্ষার প্রথম দিনগুলো • তুর্কি জাতীর ইতিহাস ২ ভ্রমন কথন ও গুরুত্বপূর্ণ শহরগুলোর গল্প • ইস্তান্বুল: যেখানে নির্মান হয় সভ্যতা • আয়া সোফিয়া: হাজার বছরের মর্যাদাপূর্ণ স্থান • তোপকাপি: যে প্রাসাদ থেকে বিশ্ব শাসন করতো উসমানীরা • ডোলমাবাহচে প্রাসাদ: জাঁকজমকপূর্ণের আড়ালে পতনের স্থিরচিত্র • বসফরাসের সৌন্দর্য্য: এশিয়া ও ইউরোপের সৌন্দর্য্য যেখানে একসাথে হয়েছে • আদালার: প্রিন্স আইল্যান্ড নাকি প্রিন্সদের আইল্যান্ড • ইস্তান্বুলের সবচেয়ে প্রিয় দুটি স্থান • নান্দনিক স্থাপ্যের মসজিদের নগরী ইস্তান্বুল • স্থাপত্য বিদ্যায় এক কীর্তিমান পুরষ: মিমার সিনান • ইস্তান্বুলের আরও কিছু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থান • ইস্তান্বুল বিজয় ও একজন সুলতান মেহমেদ ফাতিহ • তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমির/ এজিয়ান সাগরের তীরের ইজমির শহর • জালালউদ্দিন রুমির স্মৃতি বিজরীত শহর কোনিয়া • উসমানী খিলাফতের প্রথম রাজধানী বুরসা • ভূ-মধ্যসাগর দেখার গল্প • দক্ষিণ তুরস্কের রাজধানী খ্যাত শহর দিয়ারবাকির • আরও কিছু শহরের গল্প ৩. মৌলিক বিষয়াবলী • জাতীয়তাবাদের উপর ভিত্তি করে গড়ে একটি রাষ্ট্র • তুরস্কের শিক্ষা ব্যবস্থা • তুরস্কের স্বাস্থ্যখাত • তুরস্কের যাতায়াত ও অবকাঠামো • তুরস্ক জনজীবন: সহজ/কঠিন! • তুরস্কে বিয়ে ও বিয়ের অনুষ্ঠানাদি • একজন মেহমেদ চাচার গল্প এবং তুরস্কে পরিবার ও পারিবারিক জীবন • তুরস্কে জননিরাপত্তা • মানুষের ব্যক্তি স্বাধীনতা ও জীবন পরিচালনার স্বাধীনতা ৪. নানা সংস্কৃতি ও অন্যান্য বিষয়াবলী • তুর্কিদের খাবার-দাবার • তুরস্কে ঈদের সংস্কৃতি • তুরস্কে মসজিদে জামায়াত ও ইবাদতের কমন কিছু বিষয় • তসবিহ ও আংটি: তুরস্কের কমন দুটি বিষয় • তুরস্কের বাড়ী-ঘড় দেখতে যেমন • তুরস্কে প্রচলিত কুসংস্কার • ইয়েনী দুনিয়া ভাকফি: তুরস্কে সিভিল সোসাইটির সংস্কৃতি • যুবকদের যেভাবে গড়ে তুলছে তুরস্ক • বুক ক্যাফে, মিল্লি কিরাতহানে এবং বই পড়ার সংস্কৃতি • মুরুব্বীদের হাতে চুমু খাওয়া ও বয়োজেষ্টদের সম্মান করা • পরিস্কার-পরিচ্ছন্ন একটি দেশ • কিছু সেবা প্রতিষ্টান সম্পর্কে না বললেই নয় • তুরস্কে এলাকাপ্রীতি • তুরস্কে গ্রামীন জীবন • মহল্লাগুলোতে সাপ্তাহিক বাজার • তুর্কিরা সাপ্তাহিক ছুটির দিন যেভাবে কাটায়! • তুরস্কে সামাজিক জীবন • মেহমানদের গ্রহণ করা ও বিদায় জানানো • প্রফেসর ও মেয়র নিজ গাড়িতে করে বাড়ী পৌছে দিয়ে গেলেন ৫. রাজনীতি ও সমসাময়িক তুরস্ক • আতাতুর্ককে কিভাবে দেখে তুরস্কের মানুষেরা? • তুরস্কে সেক্যুলারিজমের সেকাল-একাল • তুরস্কের রাজনৈতিক দলগুলো • তুরস্কে ইসলামী রাজনীতি: সফলতা-ব্যর্থতার একটি খতিয়ান • এরদোয়ান কি সত্যিই চেঞ্জ মেকার? কেন বারবার এরদোয়ান ও তার দলকেই ভোট দেয় তুর্কিরা? • একে পার্টির সংগঠন ও রাজনীতি • তুরস্কের নির্বাচন ও নির্বাচনী সংস্কৃতি • মুসলিম বিশ্বের পুনর্জাগরনে তুরস্ককেই সবচেয়ে অগ্রনী ভূমিকা পালন করতে হবে • সমসাময়িক তুরস্কের দুটো আলোচিত ঘটনা ও কিছু কথা • তুরস্ক কি থেমে যাবে? পরিশিষ্ট ১. তুরস্কে উচ্চশিক্ষা
বাংলাদেশী যুবক হাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে তাকে পাড়ি জমাতে হয় তুরস্কে। তুরস্কের আঙ্কারা অঞ্চলের গাজি ইউনিভার্সিটির পিএইচডি প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেন। ‘আধুনিক যুগে রাষ্ট্র ধারণা এবং ইসলামি রাজনীতি’ বিষয় নিয়ে তাকে গবেষণাপত্রটি তৈরি করতে হয়েছিলো। সুতরাং হাফিজুর রহমানের আগ্রহের মূলবিন্দুতে যে বিশ্বরাজনীতি একটি বিশাল জায়গা দখল করে আছে তা সহজেই বোঝা যায়। তাই তার প্রকাশিত প্রথম গ্রন্থটিও যে বিশ্বরাজনীতির কোনো তুখড় দিকনির্ধারণকারীকে নিয়ে হবে তা বোধগম্য। হাফিজুর রহমান (পিএইচডি) এর বই সমূহ মূলত তার তুরস্কে অবস্থানকালীন আহরিত জ্ঞান দ্বারা অণুপ্রাণিত। বিশেষত, তার প্রথম লেখাটিকে প্রভাবিত করেছিলো একটি সম্মেলন। তুরস্কে পৌঁছানোর এক মাসের মাঝে তুরস্কের নেতা এরদয়ানের একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন তিনি, যেখানে শত শত তরুণের সাথে হাফিজ নিজেও এরদোয়ানের বলশালী বক্তব্য শুনে মুগ্ধ এবং পরবর্তীতে প্রভাবিত হয়েছিলেন। উল্লেখ্য, হাফিজুর রহমান যে সময়ে তুরস্কে অবস্থান করছিলেন তখন তুরস্ক এরদোয়ানের নেতৃত্বে দিন দিন উন্নতির চূড়ায় পৌঁছাচ্ছিলো। তাই ২০১৬ সালের মে মাস থেকে টানা ২০ মাস হাফিজুর রহমান এরদোয়ানকে নিয়ে বিশ্লেষণ করে যান। অতঃপর ২০১৮ সালের বইমেলায় প্রকাশিত হয় বাংলা ভাষায় লেখা এরদোয়ানের জীবনী। হাফিজুর রহমান (পিএইচডি) এর বই সমগ্র এর মাঝে উল্লেখযোগ্য হলো- ‘এরদোয়ান: দ্য চেঞ্জমেকার’ ও ‘আমার দেখা তুরস্ক: বিশ্বব্যবস্থার নতুন শক্তি তুর্কি জাতির ভেতর-বাহির’।