"জাদুর বেলুন" ফ্ল্যাপের লেখা: মানুষের ব্যক্তিত্ব গঠনের প্রারম্ভিক পর্ব সম্পর্কে আমাদের সবার আলাদা ধারনাটি আমরা জন্ম সূত্রেই পেয়ে থাকি বলে আমার ধারনা। তবে আমাদের মনােপ্রকৃতি বা বিকাশগুলাে আমাদের অজান্তেই একেবারে একান্ত নিবিড়ভাবেই গড়ে উঠে। কিন্তু তার পরও বাবা মা-রা তাদের শিশুদের প্রতি একেবারে ব্যাখ্যাহীন এমন আচরণ করে যার কোন অর্থ হয়তাে তার নিজের কাছেও অর্থহীন হয়ে উঠে। কিন্তু এতাে কিছুর পরও একটি পরিবারের শিশুরা একেবারে একই ভাবে লালন করার পরও তারা তাদের নিজস্ব স্বত্বা নিয়েই একেক জন একেক রকম অবস্থায় রূপ প্রকাশ করে। কারন হিসাবে বলা যেতে পারে প্রতিটা শিশুই তার শৈশবে তার চারপাশের জীবন সম্পর্কে নিজের অবস্থান আর নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়েই বড় হতে থাকে। এই পৃথিবীতে প্রতিটা শিশুই প্রথমত ও প্রধানত এমন একটি স্বত্বা যা সবসময়ই একেবারে নিভৃত্বেই স্বতঃস্ফুর্ত ভাবে বিকশিত হয়। আর তার জন্যেই সব শিশুরাই তার নিজেকে একটি আলাদা অনন্য ভাবতে শুরু করে। আর এই অনন্য ব্যক্তিত্বের বিকাশ শুধু তার সহজাত চরিত্রের বৈশিষ্ট্য দিয়ে বা তার সামাজিক অবস্থা দিয়ে নির্ধারিত হয় না, সেটি নির্ধারিত হয় সম্ভবত তার একান্তে নিভৃতে মনুষ্য জগৎ আর বস্তুজগৎ সম্পর্কে গড়ে উঠা সবিশেষ মনােভাব দিয়ে। এবং তা সে। অনুসরণ করতে শুরু করে তার অজান্তেই। প্রতিটা শিশুর অন্তরের ‘আমি’-এর কীভাবে প্রভেদন ঘটে তার নিজের সম্পর্কে চৈতন্যের বিকাশ এবং ব্যক্তি স্বাতন্ত্যের অর্জন করে, তারই একটি চিত্রের চেষ্টা করা হয়েছে। কালের সঙ্গে সম্পর্কিত রূপে নিজের সম্পর্ক বােধের উন্মেষের সম্পর্কে সচেতন হয়ে উঠলে প্রতিটি শিশুই তার নিজেকে নতুন করে চিনতে শুরু করে এবং তার নিজের বিকাশের দিগন্ত তার সামনে একেবারে অনাবৃত হয়ে উঠে। এই বইটিতে সুচারু রূপে তারই অবস্থার বর্ণনা করা হয়েছে।
ই-বুক আকারে প্রকাশিত "সচেতনতা অধ্যয়ন" সিরিজের লেখক মেহেদী হাসান দেশের অনেকের কাছেই একটি সুপরিচিত নাম। তিনি মূলত একজন গবেষক ও পরামর্শদাতা। তিনি তার জীবনে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এবং সেসব নিয়ে তৈরি করেছেন তার গবেষণার জগৎ। তিনি কনসালটেন্সি তথা পরামর্শ বিষয়টাকে খুব উপভোগ করেন, কারণ এর জন্য তাকে অনেক কেস স্টাডি ও বাস্তব জ্ঞানার্জন করতে হয়; আর নতুন জ্ঞানার্জন তার প্যাশন। আর সেই প্যাশনকেই তিনি প্রফেশনে রূপান্তর করতে গড়ে তুলেছেন তার অনলাইনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান Advisers' Link। ইতোপূর্বে তিনি পরামর্শমূলক বই হিসেবে "সচেতনতা অধ্যয়ন" সিরিজ লিখেছেন এবং এখন ক্যারিয়ার বিষয়ে লিখছেন।