সেসার ভায়েহো (Ceasr Abraham Vallejo) পেরুর অন্যতম শ্রেষ্ঠ কবি। সততা আর মৌলিকত্ব তাঁর কবিতার বৈশিষ্ট্য। জন্ম ১৮৯২ সালের ১৬ মার্চ উত্তর আন্দিজে পর্বতমালার কোলে পেরুর এক ছোট গ্রামে। ক্ষুধা ও দারিদ্র্যতার সঙ্গে বেড়ে ওঠা। স্বদেশি রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে তিনি তিন মাসের জন্য কারাদন্ডে দন্ডিত হন। রাজনৈতিক নির্বাসনে জীবনের বাকি অংশ কেটেছে স্পেন এবং ফ্রান্সে। সেখানে সমাজতান্ত্রিক আন্দোলনে জড়িয়ে পড়েন। তাঁর কবিতায় বিভিন্ন মানবীয় অবস্থার সার্বজনীন ভাব প্রকাশ পেয়েছে। বহুলাংশে পরাবাস্তববাদী কবি সেসার ভায়েহো তৈরি করেছিলেন স্পেনীয় কবিতার ভিন্ন কাব্যভাষা। রাজনৈতিক আন্দোলন, জেল-হুলিয়া, মাতৃবিয়োগ, নির্বাসন, জন্মভূমিতে ফেরার আকুতি, দুরারোগ্য জটিল ব্যাধি, স্পেনের গৃহযুদ্ধ ইত্যাদি ঘটনা তাঁর কবিতায় প্রভাব ফেলেছে। সাহিত্যের গতানুগতিক ভাষার বাইরে নিজের ব্যথা-কান্না-যন্ত্রণাকে প্রকাশের জন্য তিনি ভিন্ন পদবিন্যাস তৈরি করেছেন ‘Trilce’ শীর্ষক কবিতাগুচ্ছে। ১৯৩৮ সালে প্যারিসে দীর্ঘ রোগ ভোগের পর মৃত্যুবরণ করেন এই মহান কবি। পেরুর তথা স্পানিশ ভাষার কিংবদন্তি কবি সেসার ভায়েহোর কবিতার প্রথম ইংরেজী অনুবাদ করেন ক্লেটন এশলম্যান ‘দ্যা কম্প্লিট পয়েট্রি: এ্যা বাইলিঙ্গুয়াল এডিশান” গ্রন্থে। এই গ্রন্থের কিছু বাছাইকৃত কবিতা এই সংকলনে অন্তর্ভুক্ত করা হয়েছে।