“সুস্থ শরীর, সতেজ মন, সুন্দর জীবন" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ ‘স্বাস্থ্য বিষয়ক নির্বাচিত কলাম’-বইটির ধারাবাহিকতায় প্রকাশিত সুস্থ শরীর, সতেজ মন, সুন্দর জীবন। এই বইটিতে সাধারণ জ্বর, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, বুকে ব্যথা, ম্যালেরিয়াসহ বিভিন্ন ঋতু-ভিত্তিক স্বাস্থ্য সমস্যার সমাধান যেমন সন্নিবেশিত হয়েছে, তেমনি হৃদরােগ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রােগ নিয়ন্ত্রণে রােগী নিজের জীবনযাত্রার কি কি উল্লেখযােগ্য পরিবর্তন প্রয়ােজন তাও লেখকের লেখনীতে উঠে এসেছে। পাশাপাশি মশার প্রকোপে চিকুনগুনিয়া বা ডেংগু জ্বরের মত জনস্বাস্থ্যের সাথে সম্পৃক্ত বিষয়গুলিতে ডাক্তারদের পাশাপাশি সাধারণ নাগরিক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কি কি কর্তব্য—যা সামগ্রিকভাবে পরিস্থিতি মােকাবেলায় কিংবা রােগ নিয়ন্ত্রণে সহায়তা করবে, সেসব বিষয়ে রয়েছে পরিষ্কার দিকনির্দেশনা। এছাড়া রােগী-চিকিৎসক সম্পর্ক, রােগী-সাংবাদিক সম্পর্ক, ডাক্তারদের প্রতি রােগীদের অভিযােগ ইত্যাদি সংবেদনশীল অথচ গুরুত্বপূর্ণ বিষয়গুলাে নিয়ে সার্বিক পরিস্থিতির বিচারে এই বিজ্ঞ ও রােগীবান্ধব চিকিৎসকের নিজস্ব মতামত প্রকাশিত হয়েছে। অধিকন্তু, স্বাস্থ্যব্যবস্থার উল্লেখযােগ্য কিছু পদক্ষেপের সন্নিবেশন যেমন সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যবীমা, কিংবা চিকিৎসা ব্যয় কমানাের মতাে গুরুত্বপূর্ণ বিষয়গুলাের প্রচলন, কিভাবে স্বাস্থ্যখাতকে আরাে উন্নতির দিকে নিয়ে যেতে পারে, সেসব বিষয়ে তার প্রস্তাবনাগুলাে বাতলে দিতে পারে অনেক জটিল সমস্যা সমাধানের পথ। প্রবন্ধগুলাে তাই যে কেবল আপামর পাঠকদের কাজে আসবে। তাই নয়, এগুলাে পড়া উচিত নীতি নির্ধারক ও কর্তা ব্যক্তিদেরও, যারা জনস্বাস্থ্য নিয়ে নানা দিকনির্দেশনা দিয়ে থাকেন। পাশাপাশি বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষা এবং বৃদ্ধাশ্রম নিয়ে লেখাগুলাে সহজেই পাঠকগণের হৃদয়স্পর্শী করবে, তা বলার অপেক্ষা রাখে না। এত কিছুর পরও তিনি ভুল করেননি তার পূর্বসূরিদের কর্ম ও কৃতিত্বপূর্ণ জীবনকে স্মরণ করতে। ইতিপূর্বে দেশ বরেণ্য চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানের কিংবদন্তী শিক্ষক ডা. এ বি এম আব্দলাহ রচিত চিকিৎসা বিজ্ঞান বিষয়ক বই পড়ে দেশ ও বিদেশে হাজার হাজার চিকিৎসক উপকৃত হয়েছেন। স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞানের ছাত্রছাত্রীদের কাছে তার জনপ্রিয়তা ঈর্ষনীয়। গত দুই দশক ধরে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন সংবাদপত্রের পাঠকদের কাছেও, বিচিত্র ও বিভিন্ন বিষয়ে তার সুচিন্তিত ও সুলিখিত প্রবন্ধগুলাের কারণে। স্বাস্থ্য সমস্যা, এর প্রতিকার এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে অধ্যাপক এ বি এম আব্দুল্লাহর রচনাগুলাে সচেতন পাঠকদের অবশ্য পাঠ্য বলেই বিবেচিত হবে অচিরেই।