স্কুলে সায়েন্স ফেয়ার উপলক্ষ্যে আয়োজিত লটারিতে কারচুপির সব রকম ব্যবস্থা করেও তৃতীয় পুরষ্কার নৌকা ভ্রমণ রাখুর হাতছাড়া হয়ে গেলো। কিন্তু রাখু নৌকা ভ্রমণে যাবেই। বেশি লোকজন না হলে নৌকা ভ্রমণ জমে না বলে রাখু তার শ্রত্রু হাবিবকেও নিমন্ত্রণ করে এলো। পুরষ্কার জিতেও পিকাশ নিজের নৌকায় হয়ে গেলো প্রায় আগন্তুক। হৈ-হুল্লোড়ে যাত্রা করার পর নানান ছুঁতোয় নৌকার ভেতর ও নদীর চরে হরেক রকম দুষ্টুমিতে মেতে উঠল ছেলেদের গোটা দল। হাবিব নদীর চরে খুঁজে পেল প্রাচীন মুদ্রা। গন্ধ পেল গুপ্তধনের। সিদ্ধান্ত নিল বাসা ম্যানেজ করে তার সঙ্গীদের নিয়ে সে নদীর চরেই তাঁবু খাটিয়ে রাত কাটাবে। ঘটনা যে কোথাও ঘুরপাক খেয়েছে সেটা আন্দাজ করতে পারলো রাখুও। হাবিবের ওপর চোখ রাখার সিদ্ধান্ত নিল। রাতে নদীর চরে ডাকাতের কবলে পড়ল হাবিব গং। কোনো কিছু বুঝে ওঠার আগেই অপহৃত হলো তারা। ডাকাতদের গোপন আস্তানায় চার দেয়ালের মাঝে বন্দি হলো হাবিব ও তাঁর বন্ধুরা। কী করবে রাখু এখন? স্বার্থপরের মতো তার বন্ধু এবং ততোধিক শত্রু হাবিবকে ডাকাতের জিম্মায় ফেলে রেখেই ফিরে যাবে বাসায়, নাকি জীবন বাজি রেখে ডাকাতদের কবল থেকে ওদের উদ্ধারের চেষ্টা করবে? গুপ্তধনেরই বা কি হবে? এসো এক নিঃশ্বাসে পড়ে ফেলি শেষ অবধি। ....