"আধুনিক ফারসি কাব্যে সমাজচিন্তা ও নৈতিক মূল্যবোধ (১৯০৬-১৯৭৯)" বইয়ের ফ্ল্যাপের লেখা: পৃথিবীর প্রাচীন ভাষাসমূহের মধ্যে অন্যতম সমৃদ্ধ ভাষা ফারসি। জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সংস্কৃতির অমূল্য রত্নভাণ্ডার রয়েছে এ ভাষায়। মানবজীবনের এক অবিচ্ছেদ্য অংশ জুড়ে আছে সাহিত্য। সাহিত্যের প্রাণ কবিতা। প্রাচীনকাল থেকেই কাব্যসাহিত্য চর্চার ইতিহাসে প্রেম, ভালােবাসা এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলি বিশ্লেষণের মাধ্যমে সাহিত্যকে সর্বজনীন। করেছেন কবি ফেরদৌসি, রুমি, আত্তার, খৈয়াম, শেখ সাদি ও হাফিজ। আধুনিক যুগে বিশেষত উনিশ ও বিশ শতকে ফারসি সাহিত্যে আধুনিক কবিরা কাব্যচর্চায় জীবনবােধ, সমাজ, মানবাধিকার, মূল্যবােধ, স্বদেশপ্রীতি ও নৈতিকতা সংবলিত বিষয়াবলির মাধ্যমে এই গতিধারাকে ত্বরান্বিত রেখেছেন। ফলে অন্যান্য ভাষার মতাে বাংলার সাহিত্যপ্রেমীদের আকৃষ্ট করেছে ফারসি সাহিত্য। আধুনিক ফারসি কাব্যসাহিত্যের জনক হিসেবে খ্যাত নিমা ইউশিজ, যার অনবদ্য প্রচেষ্টায় প্রাচীনকাল থেকে চলে আসা ছন্দমিলের স্থলে সগৌরবে স্থান করে নেয় চলমান ঘটনাবহুল জীবনচিত্র। এছাড়া আধুনিক কালের শক্তিমান সাহিত্যিকদের কাব্যচর্চায় রচনাশৈলী, বিষয় নির্বাচন, ছন্দ, তাল প্রভৃতিতে এসেছে অভিনব পরিবর্তন।ফলে কাব্য হয়ে উঠেছে হৃদয়গ্রাহী, প্রাণবন্ত, সহজ, সরল ও সাবলীল। ১৯০৬ খ্রিষ্টাব্দের সাংবিধানিক বিপ্লব থেকে ১৯৭৯ খ্রিষ্টাব্দের ইসলামি বিপ্লব পর্যন্ত সুদীর্ঘ এ সময়ে কাব্যসাহিত্যে ইরানের সমাজ-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যের উল্লেখসহ নৈতিক মূল্যবােধ সৃষ্টিতে ফারসি সাহিত্যের ভূমিকাবিষয়ক গবেষণাভিত্তিক বিবরণে সমৃদ্ধ এ গ্রন্থটি।
Title
আধুনিক ফারসি কাব্যে সমাজচিন্তা ও নৈতিক মূল্যবোধ (১৯০৬-১৯৭৯)