#১_নিউ_ইয়র্ক_টাইমস বেস্টসেলার রেড কুইন সিরিজের প্রিক্যুয়েল ক্রুয়েল ক্রাউন দুইটি উপন্যাসিকার সমষ্টি। এই দুটি থেকেই সিরিজের কাহিনি আরম্ভ। #কুইন_সং (রেড কুইন ০.১) করিয়ান প্রতি রাতে দুঃস্বপ্ন দেখে। স্বপ্নগুলো একেক সময় একেক রকম হয়। এখন প্রায়ই ও দেখে যে এক জোড়া নীল চোখ ওকে তাড়িয়ে বেড়াচ্ছে। ওর ওপর নজর রাখছে। ও রানির মুকুট পরে আছে। ওর সামনে মানুষ ওকে মাথা ঝুঁকিয়ে সম্মান দেখাচ্ছে আর পেছনে ওকে নিয়ে ব্যঙ্গ করছে। ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা ওকে একই সাথে ভয় পায় আবার ঘৃণাও করে। ও স্বপ্নে গান গায়। এমন গান যাতে কোনো শব্দ নেই। সেই গান ওদের ঘৃণা আরও বাড়িয়ে দেয়। মাঝেমধ্যে স্বপ্নে তারা ওকে মেরে ফেলে। এই দুঃস্বপ্নগুলো ওকে রাতে ঘুমোতে দেয় না। ও কি পাগল হয়ে যাচ্ছে? . #স্টিল_স্কারস (রেড কুইন ০.২) ফারলি ছোটোবেলা থেকেই যে-কোনো পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখার শিক্ষা পেয়েছে। আর এতদিন সেটা পেরেছেও, কিন্তু নরটা সাম্রাজ্যে বিদ্রোহের বীজ বপণ করার কাজটা যতটা ভেবেছে বাস্তবে তার চেয়ে অনেক বেশি কঠিন। নরটা রাজ্যের পথে পথে ঘুরে কালোবাজারি, পাচারকারী আর বিদ্রোহীদের নিজের দলে নিয়োগ দিতে গিয়ে ভাগ্যক্রমেই ও এমন একটা সূত্র পেয়ে যায় যা হয়তো ওদের অপারেশনের মোড়ই ঘুরিয়ে দেবে। কিন্তু এই কাজের প্রতি পদে পদে রয়েছে বিপদ। ও কি পারবে নিজের দলসহ প্রাণ নিয়ে বেঁচে ফিরতে?