"বারমুডা ট্রাঙ্গেল ও এলিয়ান রহস্য" বইয়ের ফ্ল্যাপে লেখা: একবিংশ শতাব্দিতে আমরা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে একটির পর একটি অভিযান সংগঠিত করছি। মহাকাশের বিভিন্ন প্রান্তে মানুষের উজ্জ্বল পদচিহ্ন আঁকা হচ্ছে। জলে-স্থলে-অন্তরীক্ষে শুরু হয়েছে তার বিজয় অভিযান। মৃত্যুকেও সে অনেকখানি পরাভূত করতে পেরেছে। তাই এই একুশ শতকে দাঁড়িয়ে ভাবতে অবাক লাগে যে, এখনও এই পৃথিবীর বুকে এমন কিছু রহস্য লুকিয়ে আছে, যার উন্মােচন করা সম্ভব হয়নি। বারমুডা ট্র্যাঙ্গেল তেমনই এক রহস্য। দীর্ঘ দিন ধরে সেখানে বাতাসে ষড়যন্ত্রের হাতছানি। সেখানকার আকাশ থেকে বিমান অদৃশ্য হয়ে যায়। সেখানে সমুদ্রে একটির পর একটি জাহাজের সলিল সমাধি ঘটে। মানুষ পুরােনাে স্মৃতি ভুলে যায়, বােকার মতাে আচরণ করে। আবার অনেক বছর বাদে আবার স্মৃতি ফিরে পায়। এখনও তাই বারমুডা ট্র্যাঙ্গেলকে কেন্দ্র করে আমরা নানা প্রশ্ন ছুঁড়ে দিই। বারমুডা ট্র্যাঙ্গেল এবং তার অস্বাভাবিক ইতিহাস নিয়ে ইংরেজী ভাষায় অসংখ্য বই লেখা হয়েছে। শুধু এই সম্পর্কে গবেষণা করার জন্য সংস্থা স্থাপিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের কথা বাংলা ভাষায় সে জাতীয় রচনা প্রায় তেমন নেই। সেই অভাব পূরণ করার জন্যই এই প্রয়াস।
সৌমেন সাহা ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব কেটেছে এই জেলাতেই। খুলনার স্বনামধন্য সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে মাধ্যমিক ও সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি পি.সি. কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। বিজ্ঞান , প্রযুক্তি ও গণিতের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল শুরু থেকেই। সেই আগ্রহ থেকেই পাড়ি জমান সুদূর ইংল্যান্ডে। সেখানকার লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে লন্ডন কলেজ অব বিজনেস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটিং বিভাগ থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমাসহ বি.এস.সি. ডিগ্রি লাভ করেন। সৌমেন সাহা নিয়মিত বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায়, বিশেষত বিজ্ঞান বিষয়ে লেখালেখি করেন। বিভিন্ন জাতীয় দৈনিক, মাসিক ও সাপ্তাহিক পত্রিকায় তাঁর প্রকাশিত লেখার সংখ্যা প্রায় দুই শতাধিক। তাঁর পেশাগত জীবনেও তিনি বিজ্ঞান গবেষণার সাথে জড়িত। খুলনার ঐতিহ্যবাহী প্রাণিক বিজ্ঞানাগার খুলনার কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন। জাতীয় বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি প্রকল্পের উদ্ভাবনের কারণে তিনি পুরস্কৃতও হয়েছেন। পাঠক সমাদৃত সৌমেন সাহা এর বই সমূহ হলো ‘প্রাচীন ভারতীয় গণিত ও জ্যোতির্বিদ’, ‘বৈদিক গণিতের পরিচয়’, ‘পাগল করা গণিত’, ‘যন্ত্ররা যেভাবে কাজ করে’, ‘বিজ্ঞানের জানা অজানা কথা’, ‘জ্যোতির্বিজ্ঞানের সহজ পাঠ’, ‘মাথায় কত প্রশ্ন আসে’ ইত্যাদি। তাঁর লেখার মূল বিষয়বস্তু হলো বিজ্ঞান, গণিত ও জ্যোতির্বিজ্ঞান। সাধারণ পাঠকদের কথা মাথায় রেখে রচিত সৌমেন সাহা এর বই সমগ্র খুব সহজ ও সাবলীলভাবে এই জটিল বিষয়গুলো উপস্থাপন করে। বিজ্ঞান বিষয়ক লেখালেখিতে আত্মমগ্ন এই লেখক বর্তমানে ঢাকার এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।