ফ্ল্যাপে লেখা কিছু কথা অসম্ভব এক সুন্দরী মেয়ে সাদিয়া শিল্পপতি এন্তাজ আলী মিয়ার বাড়িতে ঢুকে বললো, সে তাঁর স্ত্রী। কথাটি শুনে বাড়ির সবাই যেন অপ্রস্তুত হয়ে গেলো, নড়েচড়ে বসলো। মেয়েটা বলে কী! পাগল না হলে কী এমন কথা কেউ বলে! এরপরও মেয়েটাকে কেন আশ্রয় দিয়েছিলেন এন্তাজ আলীর স্ত্রী! আসলে মেয়েটির সঙ্গে এন্তাজ আলীর কিসের সম্পর্ক! এই মেয়েটিই এক সময় রঙ্গশালার নর্তকী আবার যাত্রাদলের নায়িকা ছিল। তার জীবনচিত্রই উঠে এসেছে ‘রঙ্গশালার নায়িকা’ উপনাসে। ‘বৃষ্টিভেজা সন্ধ্যায় একা মেয়েটি’ উপন্যাসটিও নায়িকা প্রধান। সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েও শাওনের জীবনটা ছিল কালো মেঘে ঢাকা। সেই জীবনের কোনোদিন আলোর দেখা মেলেনি। ঘাত প্রতিঘাতে জীবনটা যখন একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছিল তখন তাকে হাতে ধরে টেনে তোলে এক যুবক। মেয়েটাকে সে আলোর পথ দেখাতে চায়। স্বপ্ন দেখায় নতুন জীবনের। কিন্তু এক্ষেত্রে কাল হয়ে দাঁড়ায় একটি অঘটন। যুবকটি জানতে পারে, তার ঘরে আশ্রিতা শাওন আসলে ঘাতক! দিনের পর দিন জোছনার গল্প শুনিয়েছিল যে, সে একদিন তাকে ছেড়ে চলে গেলো দূরে, বহু দূরে! এই চলে যাওয়া মানুষটির জন্য এখনও তার প্রাণ কাঁদে। জোছনার রাত এলেই তার মন উদাস হয়। জোছনায় খুঁজে বেড়ায় তার প্রেমিককে। সেই জোছনার রাত কবে আসবে, যেদিন তার পাশে থাকবে তার সে মনের মানুষটি। এ হলো ‘একদিন জোছনাভরা রাতে’ এর কাহিনী। আর প্রিয়তমা! এ এক প্রেমের উপাখ্যান। ইরা পাগলের মতো ভালোবাসে ইমতিয়াজকে। কিন্তু ইরাকে ভালোবাসে তার ক্লাশমেট রাহুল। কিন্তু হঠাৎ ইরা কেন আত্মহননের পথ বেছে নিল!
জন্ম বরিশালের আন্ধার মানিক গ্রামে। সেখানেই কাটে শৈশব ও কৈশোর। উচ্চশিক্ষা ইংরেজি সাহিত্য ও রাষ্ট্রবিজ্ঞানে। দেশের অন্যতম জনপ্রিয় এই সাহিত্যিক-সাংবাদিক আড়াই দশকের বেশি সময় ধরে নিয়মিত লিখছেন। সাহিত্যের প্রায় সব শাখাতেই রয়েছে তার অবাধ বিচরণ। তার প্রথম প্রকাশিত ছড়া ‘মেঘনা'। প্রথম উপন্যাস ‘পাপের উত্তরাধিকার’। প্রথম গল্প “বীরাঙ্গনার লড়াই' । প্রথম কিশোর উপন্যাস “ভিনদেশি গোয়েন্দা', প্রথম সায়েন্স ফিকশন ‘ক্লোনমামা’, প্রথম শিশুতোষ বই ‘পাগলাভূত'। প্রথম বিদ্রুপ ও রম্য বই ‘পাগল ছাগল ও গাধাসমগ্র’। প্রথম নাটক ‘প্রতীক্ষার শেষ প্রহর', প্রথম গবেষণামূলক বই 'আসাদ থেকে গণঅভ্যুত্থান’। সাড়াজাগানো উপন্যাস ‘জননী’, ‘জনক জননীর গল্প”, “পারমিতাকে শুধু কর্নেল প্রভৃতি। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৯০টি। কলকাতা থেকে সাহিত্যম প্রকাশ করেছে দুটি বই। আফগানিস্তানে যুদ্ধপরবর্তী পরিস্থিতি, নেপালে রাজতন্ত্রবিরোধী গণঅভু্যত্থান, পাকিস্তানে বেনজীর ভুট্টো হত্যাকাণ্ড এবং শ্ৰীলঙ্কায় তামিল গেরিলা সংকট কভার করে প্রতিবেদন ও নিবন্ধ লিখে আলোচিত হন। এছাড়া পেশাগত দায়িত্ব পালনের জাপান, মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও ভুটান সফর করেন। কলামিস্ট হিসেবেও রয়েছে তার বিশেষ খ্যাতি। তিনি কালের কণ্ঠে “সময়ের প্রতিধ্বনি’ ও ‘রঙ্গব্যঙ্গ” নামে দুটি কলাম লিখছেন। বর্তমানে তিনি কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত। তার অবসর কাটে বই পড়ে, গান শুনে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।