লিপি কাজী’র ‘বাজী’ গল্পগ্রন্থখানি এক ব্যতিক্রমী প্রয়াস, আমাদের পুরুষ আধিপত্যবাদী সমাজে নারীর মর্যাদা সম্মান এখনাে আমাদের প্রতিনিয়ত ভাবায়, আমার পাওয়া তথ্য মতে প্রকৃতির নিয়ম-বিরুদ্ধতা ও বিজ্ঞান-বিরুদ্ধতা ও অজ্ঞতাই এর মূল উপজিব্য বৈ কি! জন্মলগ্ন থেকে শুধু নারীপ্রেমের কত কি সু-আয়ােজন দেখে এসেছি, কখনাে পুরুষ সৌন্দৰ্য্য চয়ন ইতিপূর্বে লক্ষ্য করিনি, লিপি কাজীই প্রথম সাবলিল বর্ণনাভঙ্গীতে প্রকাশ করেছেন। লেখিকা একজন সম্ভ্রান্ত মুসলিম নারী হয়েও তার সঠিক উপলব্ধিতে পুরুষের অলংঘনীয় প্রয়ােজনীয়তা, প্রেম ও সৌন্দর্য বর্ননার এক ব্যতিক্রমী প্রয়াস তার এই লেখনি, যা এই ‘বাজী’ গ্রন্থে চিত্রায়ীত করে তিনি অনন্য সাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন যা পড়ে পাঠকগণ পাঠঅন্তেঃ নিশ্চয়ই অনুভব করবেন। পুরুষ শাষিত সমাজেও প্রকৃতির নিয়ম তত্ত্বে পুরুষদের স্বয়ং স্রষ্টাই একধাপ এগিয়ে রেখেছেন, ফলে আমরা যত লড়াই করি না কেন স্রষ্টার মৌল তত্ত্বটি এক সমরেখায় ঠিক থাকবে, এজন্যে নারীপ্রেমের মূল কিন্তু পুরুষ, পরিবার যদি মূল চর্চাক্ষেত্র হয় তাহলে দু’জন নর-নারীর পবিত্র সম্পর্ক তথা স্বর্গীয় মিথস্ক্রিয়াই মূল, যেটি উপলদ্ধির জন্য সুস্থ্য ও পবিত্র চিন্তা প্রয়ােজনীয় যা অত্র ‘বাজী’ গ্রন্থের লেখিকার মাঝে লক্ষ্য করেছি।