"দ্যা জার্নি" বইয়ের সংক্ষিপ্ত লেখা: প্রচণ্ড দুঃসাহসী ও বেপরোয়া মেয়েটি অনেকটা আধা ইংরেজ আধা বাঙালি ধাচের। হুটহাট বেড়িয়ে পড়ে একাই ঘুরতে চায় পুরো পৃথিবী। কারাটে, মারপিট, সশস্ত্র যুদ্ধ করার মত সব গুনই আছে তার তাই নিজেই নিজেকে রক্ষা করতে পারার অদম্য সাহস বুকে নিয়েই সে ট্রাভেলিং এ বেড়িয়ে পড়ে। আত্মমর্যাদায় গড়া মেয়েটি কখনো কোনো পুরুষের হাত ধরেনি। অথচ একটা জার্নিতে হঠাৎ-ই মেঘালয় নামক একজন সু-পুরুষ দেখে তার জগতের সমস্ত নিয়ম উলট পালট হয়ে যায়। মেঘালয়ের এথলেটদের মত ব্যায়ামপুষ্ট দেহ, ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, গোলাপের পাপড়ির মতন দুটো ঠোঁটের কাঁপুনি ক্রমশই কাঁপন ধরায় মেয়েটির বুকে। লোকটার হাটাচলা ও গলার স্বরেও এমন কিছু মিশে আছে যা দ্রুত আকর্ষন করতে থাকতে থাকে। মেয়েটির বাইশ বছরের নিয়ন্ত্রিত মনটাকে মুহূর্তেই সমর্পন করতে চায় মেঘালয়ের মনের কাছে। কিন্তু মেঘ? সে তো ধরাছোঁয়ার বাইরে। যে কেউ চাইলেই তাকে ছুতেঁ পারে না। মেয়েটি কি শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সু-পুরুষ মেঘালয় কে পাওয়ার চেষ্টা অব্যাহত রাখে কিংবা ভালোবাসার সুন্দর সমাপ্তি হয়? তীব্র প্রেমের নেশায় মাতোয়ারা একটি মেয়ের থ্রিল ও ভালোবাসার গল্পে সাজানো উপন্যাস "দ্যা জার্নি"। এক কথায় - দ্যা জার্নি অফ লাভ।