পথিবীতে প্রতিটি মানুষেরই বিশেষ কিছু দক্ষতা এবং স্বকীয়তা আছে। সাফল্য লাভের জন্য আপনার দক্ষতা এবং স্বকীয়তা খুঁজে বের করা জরুরি। আপনি যে পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আলাদা তা বােঝার জন্য আপনার বৃদ্ধাংগুলির রেখাগুলাে লক্ষ করুন। কারও সাথে মিলবে কী? বিধাতা আপনাকে স্বকীয়তা, মেধা আর মননশীলতা দিয়ে তৈরি করেছেন। সুতরাং, অন্য কারাে সাথে নিজেকে তুলনা না করে নিজেকে অন্যদের কাছে অনুসরণীয় করে তুলুন। আপনার পারিশ্বার্শ্বিক অবস্থা যখন প্রতিকূলে থাকে তখন ফুটবলের (Football) এর মতাে খেলাতেও পায়ের চেয়ে মানসিক শক্তি বেশি গুরুত্বপূর্ণ। খেলায় জিততে হলে শুধু দক্ষতা আর অভিজ্ঞতাই যথেষ্ট নয় প্রয়ােজন সুস্থ মন, দৃঢ় মনােবল আর মানসিক শক্তি। মানসিক শক্তি হচ্ছে এমন এক অদৃশ্য চালিকা শক্তি যা আপনার অনুভূতি, চিন্তাধারা এবং মানসিকতাকে প্রভাবিত করে। আপনার শারীরিক শক্তি বৃদ্ধির জন্য যেমন নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর খাদ্য প্রয়ােজন। ঠিক তেমনি মানসিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে মানসিক শক্তি বৃদ্ধির উপায়গুলাে জানা প্রয়ােজন। শরীরকে সুস্থ রাখতে হলে আপনার খাবারের দৈনন্দিন তালিকা ভিটামিন সমৃদ্ধ খাবার দিয়ে সাজাতে হবে। বিসর্জন দিতে হবে সুস্বাদু কিন্তু তৈলাক্ত খাদ্য, ফাস্টফুড কিংবা অতিরিক্ত চিনিযুক্ত খাবার। ঠিক তেমনি মানসিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে আপনার মন এবং মস্তিষ্ককে ইতিবাচক চিন্তাধারা দ্বারা পরিপূর্ণ করা প্রয়ােজন।
কাজী নাঈম বাংলাদেশের স্বনামধন্য ম্যানেজম্যান্ট কন্সালটিং প্রতিষ্ঠান কোর ফ্যাসিলিটশন এর কর্ণধার| উদ্যোগতা প্রশিক্ষন, আত্নোন্নয়নমূলক কর্মশালা, আচরণগত পরির্তনের পরিকল্পনা এবং মনস্তাত্নিক প্রশিক্ষনের মাধ্যমে তিনি মানুষের আত্নোন্নয়নের জন্য কাজ করে থাকেন| কাজী নাঈমের অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে কোর ট্যালেন্টস (হেডহান্টিং) এবং কোর সার্চ (ফ্রেশ গ্রাজুয়েট ট্রেনিং এবং জব প্লেসমেন্ট) উল্লেখযোগ্য| এছাড়াও তরুণদের ক্যারিয়ার কাউন্সেলিং এর মাধ্যমে তিনি সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকেন| দৈনিক পত্রিকা ও বিজনেস ম্যাগাজিনে প্রকাশিত কাজী নাঈমের বাংলা এবং ইংরেজী গবেষণামূলক লেখাগুলো পাঠক সমাদ্রীত এবং সর্বজনবিদিত