কাহিনি সংক্ষেপ-- প্রকাশের পরপরই নিউইয়র্ক টাইমস বেস্ট সেলার তালিকায় উঠে আসে উপন্যাসটি। এটি ২০১৬ সালে গুডরিডস চয়েজ অ্যাওয়ার্ডে একইসাথে সেরা মিস্ট্রি ও থ্রিলার ক্যাটাগরিতে পঞ্চম হয়। আর ডেব্যু গুডরিডস অথর ক্যাটাগরিতে চতুর্থ হন লেখিকা। নির্যাতিত ও নিগৃহীত নারীদের পক্ষে লড়ে তরুণ আইনজীবী জ্যাক অ্যাঞ্জেল। সম্পদের প্রাচুর্যের পাশাপাশি রয়েছে সৌন্দর্য ও আভিজাত্যের প্রতিমূর্তি এক সহধর্মিনী গ্রেস অ্যাঞ্জেল। প্রতিবেশী থেকে শুরু করে বন্ধু-বান্ধব সবার চোখে ঈর্ষণীয় তাদের এই নিপুণ দাম্পত্য জীবন। অথচ তার মধ্যেও রয়েছে এক সূক্ষ্ম এক কাঁটাতারের বেড়া। যেটা পেরিয়ে গ্রেস পর্যন্ত পৌঁছাতে পারে না কেউ। একমুহূর্তের জন্যেও গ্রেসকে একা ছাড়ে না জ্যাক। কেন? এটা কি শুধুই নিখাঁদ প্রেম, নাকি অন্য কিছু? এদিকে অনাকাঙ্খিত এক দুর্যোগ এসে লণ্ডভণ্ড করে দিচ্ছে গ্রেসের জীবন। জ্যাকের নজরবন্দী হয়ে তাকে অভিনয় করতে হচ্ছে প্রতিমুহূর্তে। কী এমন সত্যের মুখোমুখি হওয়ার অপরাধে তাকে দিনাতিপাত করতে হচ্ছে খিলআঁটা জানালা আর বদ্ধ দরজার ওপাশে? নিপুণ বিবাহবন্ধন নাকি নিপুণ মিথ্যা, কীভাবে নিজের জীবনকে সংজ্ঞায়িত করবে গ্রেস? সবথেকে বড়ো কথা, তাকে বিশ্বাস করার মতো যে কেউই নেই। কারণ প্রমাণ বলছে, সে একজন মানসিক বিকারগ্রস্ত নারী... স্বাগতম পাঠক, অনিশ্চিত বাঁক ও লোমহর্ষক কাহিনিবিন্যাসে মন্ত্রমুগ্ধ করার মতো মনস্তাত্ত্বিক রোমাঞ্চকর উপন্যাস--বিহাইন্ড ক্লোজড ডোরস’তে।