"গল্পে গল্পে আকাশ চেনা" বইয়ের ফ্ল্যাপের লেখা: প্রাচীনকালে সব দেশেই মানুষের কাছে তারায় ভরা রাতের আকাশটা ছিল ভয়, বিস্ময় আর অজানা রহস্যে ভরা কল্পনার ‘স্বর্গরাজ্য। দেশে দেশে রচিত হয়েছে গ্রহ-নক্ষত্র ও তারামণ্ডলী নিয়ে নানা পৌরাণিক গল্প। যদিও গল্পগুলাে নিছকই গল্প, তবুও তার কিছু ঐতিহাসিক মূল্য আছে। এই বইটি সেইসব গল্প শুনতে শুনতে আকাশ চেনার বই। ‘গল্পে গল্পে আকাশ চেনা’ বইটির প্রথমভাগে আছে আকাশ চেনা। তারাচিত্রের ব্যবহার, প্রতি মাসের তারাচিত্র দেখে উজ্জ্বল তারা। ও নক্ষত্রমণ্ডলীগুলােকে চেনা এবং তাদের আনাচে কানাচে লুকিয়ে থাকা নানা রহস্যময় বস্তুর সন্ধান। এদের মধ্যে আছে নানা আকৃতির রঙ-বেরঙের নীহারিকা আর তারার ঝক। আছে লাল দানব, নীল দানব ও মৃত্যুমুখী তারা। আছে গ্রহ নীহারিকা, সুপারনােভার অবশেষ এ নানা আকৃতির গ্যালাক্সির খবর। সঙ্গে আছে তাদের কিছু আকর্ষণীয় চিত্র। " বইটির দ্বিতীয়ভাগে আছে সৌরজগৎ সম্পর্কে সংক্ষিপ্ত আলােচনা পূর্ণ সূর্যগ্রহণ। কেন দেখব, বুধে সূর্যোদয়-সূর্যাস্ত, শুক্রের দিনরাত্রি, উলটো চাদের মায়া, মঙ্গলে বুদ্ধিমান জীবের মিথ, বলয়হীন শনি, নেপচুন আবিষ্কারের ইতিহাস, প্লুটোর গ্রহত্ব লােপ, উল্কাবৃষ্টি কীভাবে দেখতে হয় প্রভৃতি বিচিত্র কাহিনি ও ঘটনার কথা মানুষের মনে আকাশ চেনার প্রতি আগ্রহ এনে দেয়। মূলত ছাত্রছাত্রীদের জন্য লেখা হলেও বইটি সব বয়সের কৌতূহলী মানুষেরই ভাল লাগবে।