"সহীহ হাদীসের আলোকে: হানাফীদের নামায" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ গ্রন্থটির বৈশিষ্ট্য * ঐতিহাসিক প্রমানাদির আলােকে আহলে হাদীসের পরিচয় তুলে ধরা হল। * হানাফী মাযহাবের আমল; বিশেষত নামাযের বিরুদ্ধে আরােপিত সকল অভিযােগ দালীলিকভাবে খণ্ডন করা হয়েছে। * দেড় শতাধিক নির্ভরযােগ্য গ্রন্থ সামনে রেখে পাঁচ বৎসরের লাগাতার পরিশ্রমে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে বক্ষ্যমাণ এ গ্রন্থটি রচনা করা হয়েছে। * উদ্ধৃতি দেয়ার ক্ষেত্রে উদ্ধৃতিনির্ভর গ্রন্থগুলাের পরিবর্তে মূল গ্রন্থ যাচাই করে মূল গ্রন্থের উদ্ধৃতি দেয়া হয়েছে। * সামান্য দু'চারটি ব্যতিক্রম বাদে এ গ্রন্থে উল্লেখিত প্রায় সকল হাদীসই সহীহ ও হাসান তথা প্রমাণযােগ্য। * নির্ভরযােগ্য স্বীকৃত ইমাম ও মুহাক্কিকদের সিদ্ধান্ত কিংবা সরাসরি ‘দিরাসাতুল আসানীদ এর মাধ্যমে প্রায় প্রত্যেকটি হাদীসের মান তথা শুদ্ধতা-অশুদ্ধতা যাচাই করা হয়েছে। * পক্ষের বা বিপক্ষের গবেষক উলামায়ে কিরামের সুবিধার জন্য প্রত্যেকটি হাদীসের সাথে তার পূর্ণ সনদ উল্লেখ করা হয়েছে। * সাধারণ পাঠকদের সুবিধার্থে প্রত্যেকটি হাদীসে হরকত ও এর পাশাপাশি তার অনুবাদও সংযুক্ত করা হয়েছে। * হাদীসভিত্তিক আলােচনার পাশাপাশি ক্ষেত্রবিশেষে প্রয়ােজনা নুসারে তথ্যবহুল ফিকহী আলােচনাও এতে স্থান পেয়েছে। *অশােভনীয় বাক্য, প্রমাণহীন ভুল ব্যাখ্যা ও পক্ষপাতিত্ব পরিহার করে সম্পূর্ণ ইনসাফ ও গবেষণার দৃষ্টিভঙ্গি নিয়ে গ্রন্থটি রচনা করা হয়েছে।