‘বাইবেল কি আল্লাহর বাণী?’ আমার এ লেখনী ও বক্তৃতার উদ্দেশ্য হচ্ছে, খ্রিষ্টান মিশনারিদের স্বরূপ উন্মোচন করা, যারা ক্ষেত-খামার ও ব্যবসায় মগ্ন মুসলামানদের মাঝে চুপিসারে খ্রিষ্টবাদ প্রচার করে যাচ্ছে। এসব রচনা ও বক্তৃতার আরেকটি উদ্দেশ্য হচ্ছে, ধর্মের ফেরিওয়ালা খ্রিষ্টান পাদরিদের আক্রমণে মুসলমানদের ভূলুণ্ঠিত ও ক্ষুণ্ণ মর্যাদাকে পুনরুদ্ধার করা। দক্ষিণ আফ্রিকার চ্যাটওয়ার্থ, হ্যানোভার পার্ক অথবা বিভারলিয়ার গবির মুসলমানদের খবর নিয়ে দেখুন, কীভাবে খ্রিষ্টান মিশনারিদের দৌরাত্ম্যা তাদেরকে হেনস্তা করছে। আমার এ ক্ষুদ্র প্রয়াস ‘বাইবেল কি আল্লাহর বাণী’ বইটি যদি খ্রিষ্টান মিশনারিদের দৌরাত্মের বিরুদ্ধে মুসলমানদের রক্ষাকবচ হিসেবে তাদের ঘরে ঘরে স্থান পায় তাহলে আমার এ শ্রম সার্থক হবে। আমার এ প্রয়াস আরও সফল হবে যদি কোনো যিশু খ্রিষ্টের নিষ্ঠাবান অনুসারী এর মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তির বেড়াজাল থেকে মুক্তি পেয়ে সত্যের পথে ফিরে আসেন। আসলে, সবচেয়ে বড় পুরস্কার তো রয়েছে মহান আল্লাহর নিকট। তার দরবারেই আমার বিনম্র কামনা, হে আল্লাহ ! আমাকে হেদায়েত ও রহমত দান করুন। তার কাছেই মুনাজাত করি, তিনি যেন আমার এ ক্ষুদ্র প্রয়াস কবুল করেন, যা একমাত্র তার সন্তুষ্টির জন্যই নিবেদিত। আমিন। -আহমেদ দিদাত
আহমেদ হুসেইন দিদাত (গুজরাটি: અહમદ હુસેન દીદત; উর্দু: احمد حسین دیدات আরবি: احمد حسين ديدات), যিনি আহমেদ দিদাত নামেও পরিচিত (১১ জুলাই, ১৯১৮ - ৮ আগস্ট, ২০০৫) ছিলেন দক্ষিণ আফ্রিকার একজন মুসলিম চিন্তাবিদ এবং তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বক্তা। খ্রিষ্টান সুসমাচার প্রচারণাকারীদের সাথে অসংখ্য বিতর্ক এবং ইসলাম, খ্রিষ্টান ধর্ম এবং বাইবেল এর উপর তার ভিডিওর জন্য তিনি বেশি পরিচিত। আন্তর্জাতিক ইসলাম ধর্মপ্রচারকারী প্রতিষ্ঠান, আইপিসিআই প্রতিষ্ঠা করেন এবং ইসলাম ও খ্রিষ্টান ধর্মের উপর কিছু বহুল বিক্রিত পুস্তিকা লিখেন। ১৯৮৬ সালে, তিনি ৫০ বছর ধরে ধর্ম প্রচার করার জন্য কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।