“গৌড়ের ইতিহাস: হিন্দুরাজত্ব ও মুসলমান-রাজত্ব (অখণ্ড)" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ রজনীকান্ত চক্রবর্তী রচিত গৌড়ের ইতিহাস। বাংলা ভাষায় লিখিত প্রথম পূণাঙ্গ ইতিহাস গ্রন্থ। দক্ষিণ এশিয়া উপমহাদেশের অন্যান্য উল্লেখযােগ্য জাতিগুলির তুলনায় আমাদের নিজস্ব ইতিহাসটি রচিত হয়েছে বেশ বিলম্বেই। প্রথম খণ্ড ১৯০৭ খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় খণ্ড ১৯০৯ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। গৌড়ের ইতিহাস নামক গ্রন্থটি কোনাে আঞ্চলিকতার সীমানায় আবদ্ধ নয়। এখানে আলােচিত ভৌগােলিক সীমানা বৃহৎ বঙ্গ ছাড়িয়ে পশ্চিমে বিহার ও উত্তর প্রদেশের একাংশ, পূর্বে ত্রিপুরা, উত্তরে কামরূপ এবং দক্ষিণে উকল (উড়িষ্যা) পর্যন্ত বিশাল একটি ভূ-খণ্ড । প্রাচীন ও মধ্যযুগে গৌড় নামক রাষ্ট্রের মানচিত্র এমনই ছিল । এই রাষ্ট্রের রাজধানীও গৌড় নামে পরিচিত ছিল । গৌড়ের ইতিহাস নামক গ্রন্থে গৌড় রাষ্ট্রের ইতিহাস নিয়ে কার্যত আলােচনা হয়েছে-শুধু বাংলাদেশ বা বৃহৎ বঙ্গ নিয়ে নয়। রজনীকান্ত চক্রবর্তী গ্রন্থখানা লিখেছেন কোনাে সম্প্রদায় গােষ্ঠী বা বর্ণের পক্ষে মােহগ্রস্ত হয়ে নয় । তিনি বাস্তবতার নিরীখে অত্যন্ত সুনিপুণ দক্ষতায় গৌড় রাষ্ট্রের বিশেষ করে বৃহৎ বাংলার অজানা অসংখ্য তত্ত্ব সন্নিবিষ্ট করেছেন যা যুগ যুগ ধরে পাঠকদের জানার আকাঙ্ক্ষাকে জাগিয়ে রাখবে। গবেষকদের কাছেও গ্রন্থটির মূল্য অপরিসীম।
Title
গৌড়ের ইতিহাস: হিন্দুরাজত্ব ও মুসলমান-রাজত্ব (অখণ্ড)