ভূমিকা এই গ্রন্থের রচনা-আখ্যানগুলি ১৯৫২-৫৩ সালে একটি প্রথম শ্রেণির দৈনিক পত্রিকায় নিয়মিতভাবে প্রকাশিত হয়েছিল, যতদূর জানা যায়, এই অভিনব পরিকল্পনার আয়োজক ছিলেন শ্রীপরিমল গোস্বামী। আখ্যানগুলি পরবর্তীকালে বিচ্ছিন্নভাবে কিছু অন্যান্য পত্রিকায় বা গ্রন্থাকারে প্রকাশিত হলেও সামগ্রিকভাবে এগুলি বর্তমানে দুষ্প্রাপ্য ও দুর্লভ। এর লেখক- সূচিতে যেমন আছেন প্রখ্যাত সাহিত্যিকগণ, তেমনই সাধারণ পাঠক- পাঠিকারাও তাঁদের জীবনের অতিলৌকিক রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা পরিমিত পরিসরের মধ্যেই সহজ সরল গদ্যে তুলে এনেছেন। প্রত্যেকটি ব্যাখ্যাহীন আশ্চর্যময় ঘটনাগুলিতেই এক-একটি নিটোল ছোটগল্পের স্বাদ পাওয়া যায়। এবং প্রতিটি অভিজ্ঞতাই পড়ে মনে হয়, সত্য যে কল্পনার চেয়ে বিচিত্রতর শুধু নয়, কল্পনার দৌড় যেখানে শেষ জীবনে ঘটে যাওয়া বাস্তবিক অভিজ্ঞতার সেখানেই শুরু। এই অন্যরকম সংকলন গ্রন্থটি প্রকাশে সবচেয়ে বড় উদ্যোগ নিয়েছেন মিত্র ও ঘোষ প্রকাশনালয়ের শ্রীসবিতেন্দ্রনাথ রায় ও শ্রীপল্টু দত্ত। এই সঙ্গে বর্ণসংস্থাপক শ্রীশেখর সমাদ্দারের নিবিড় পরিশ্রমের কথা অবশ্য উল্লেখযোগ্য। জীর্ণ-দীর্ণ ধূলিমলিন পৃষ্ঠা থেকে যেভাবে সযত্নে সাজিয়ে-গুছিয়ে নবকলেবরে প্রকাশের জন্য তিনি যে একান্তমনে কাজ করেছেন তা তাঁর পক্ষেই সম্ভব। সংকলনের প্রত্যেক লেখক ও তাঁদের পরিবারবর্গের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণী। সকলের আন্তরিক সহযোগিতার ফলেই বইটি প্রস্তুত করা সম্ভবপর হয়েছে। এই সংকলন বহু ভাবনা-চিন্তা ও পরিশ্রমের ফসল। তবে তা যদি পাঠক-পাঠিকাদের ভালো লাগে তবেই বুঝব এত সব কিছু সার্থক। অলমতিবিস্তরেণ।