মধ্যপ্রাচ্যে দেশগুলো যে যুদ্ধ চলছে, এটা কারণ এই বিষ-ফোঁড়া নামক 'ইসরাঈল' রাষ্ট্র ৷ মার্কিন সাম্রাজ্যবাদী তেলে জন্য ব্যবহার করছে ইসরাঈলকে। আর, জায়নবাদ-ও ((Zionism) মার্কিন যুক্তরাষ্ট্রেকে হাতিয়ার বানাচ্ছে ইসরাঈলে জন্য। সাম্রাজ্যবাদ সে স্বার্থে জন্য যুদ্ধ করে তা হচ্ছে অর্থনৈতিক কারণ। আর, জায়নবাদে স্বার্থ হচ্ছে আদর্শ (Ideal)। সে আদর্শ হচ্ছে, ভূমি পূজা ও জাতি পূজা। অর্থাৎ, ইসরাঈল ও ইহুদী।
সন্ত্রাস (Terrorist) মুক্ত করার জন্য মার্কিন সাম্রাজ্যবাদী গনতন্ত্র (Democracy) ছড়িয়ে দেয়া নামে, যে যুদ্ধ বারোটা বাজাচ্ছে তা মধ্যপ্রাচ্যে, পূর্ব-ইউরোপ, পূর্ব-এশিয়ায়, দক্ষিণ-আমেরিকায় ও আফ্রিকায়, তা হচ্ছে একটা ঢাল।
Democracy মতবাদ কেউ যদি গ্রহন করে স্বেচ্চায়, তাহলে সাম্রাজ্যবাদী ধান্ধাবাজ (Bluff) করে, তাঁবেদার বানাতে চাইবে সে রাষ্ট্রগুলোতে। আর, যদি রাষ্ট্রগুলো আদর্শ হয় সাম্যবাদ (Communism), তাহলে জাতিসংঘের মাধ্যমে 'সন্ত্রাসী' খেতাব দিয়ে প্রথম অর্থনৈতিক অবরোধ, দ্বিতীয়ত, হুকুম দিবে অস্ত্রগুলো ধবংস করতে, সবশেষে সামরিক ক্যু করে ক্ষমতা দখল করতে চাইবে। This is Conspiracy of Imperialism. এর উদাহরণঃ কিউবা, ভিয়েতনাম, উত্তর-কোরিয়া, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ইরান।
এখন মধ্যপ্রাচ্যে (Middle East) দেশগুলোতে যুদ্ধ চলছে, তা সমাধান দিতে যায় কোন মুসলিম রাষ্ট্রের প্রধান বা সেনাবাহিনী অথবা, মুসলিম প্রতিষ্ঠান তাহলে যা-যা চলচ্চিত্র হবে, এরূপ ... ভেতরে সামরিক ক্যু হয়ে গেছে৷ বা, আততায়ী হাতে নিহত হয়েছে বাদশাহ। বা, উপ-জাতি গুলো বিদ্রোহ (Revolt) করা শুরু করে দিয়েছে। দুশমনে কাছ থেকে হামলার আতংক, মুসলিম প্রতিষ্ঠান গুলো রহস্যজনক ভাবে নিরব হওয়া শত-শত ফাঁদ তৈরি করে রেখেছে, Zionism । এমনকি, মার্কিন সাম্রাজ্যবাদ পর্যন্ত আওতা বাইরে নয়, জায়নবাদ কাছ থেকে।