“প্রতিপত্তি ও বন্ধু লাভ" বইটির প্রসঙ্গ কথা থেকে নেয়াঃ এক ভারত উপমহাদেশের রয়েছে সাতশ বছরের গৌরবময় মুসলিম শাসনের সুদীর্ঘ ইতিহাস। এক পর্যায়ে বণিকবেশী বর্বর ব্রিটিশরা। ছলে বলে কলে কৌশলে এ উপমহাদেশের স্বাধীনতার সূর্য ছিনিয়ে নেয়। এমনকি ক্ষমতার আসনকে পাকাপােক্ত করার করার জন্য তারা সর্বব্যাপী আগ্রাসী তৎপরতা শুরু করে দেয়। ভারতের মাটি থেকে ব্রিটিশকে বিতাড়িত করতে প্রথম দিকে হযরত শাহ ওয়ালী উল্লাহ (রহ.) ও তাঁর সুযােগ্য উত্তরসূরি শাহ আবদুল আযীয (রহ), সৈয়দ আহমদ শহীদ ও শাহ ইসমাঈল শহীদ (রহ.)-এর সংগ্রামী অবদান অনস্বীকার্য। সৈয়দ আহমদ ব্রেলভী ও শাহ ইসমাঈল দেহলভী (রহ.)সহ অনেক স্বাধীনতাকামী মুসলমান এ আন্দোলনে শরীক হন। প্রথম দিকে মুজাহিদদের ব্যাপক বিজয় সাধিত হলেও শেষ দিকে ইংরেজদের হীন চক্রান্তে ও কতিপয় সরদারের বিশ্বাসঘাতকতার ফলে তাদের পক্ষে শিখ ও ইংরেজদের সম্মিলিত ষড়যন্ত্রের মােকাবেলা করা কঠিন হয়ে পড়ে। অবশেষে ১৮৩১ সালের ৬ মে বালাকোট যুদ্ধে সায়্যিদ আহমদ শহীদ নিজের বহু সঙ্গীসহ শাহাদাত বরণ করেন। বর্তমান পাকিস্তানের সীমান্ত প্রদেশের এক পাহাড়ী প্রান্তরের নাম বালাকোট। শহীদের পবিত্র খুনে রাঙ্গা এ বালাকোট থেকে উপমহাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল এবং পরবর্তীতে তা গােটা ভারতে স্বাধীনতার এক অপ্রতিরােধ্য চেতনা বিলাতে সক্ষম হয়। আজো তা উপমহাদেশীয় মুসলমানদের পুনর্জাগরণের প্রেরণার উৎস হয়ে আছে।