কম্পিউটারের শিক্ষার্থী ও ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক বই ‘কম্পিউটার-এর সহজ পাঠ’। বইটি লিখেছেন মো. আব্দুল হান্নান। ডিজিটাল বাংলাদেশের রূপান্তরের একটি বড় মাধ্যম হলো কম্পিউটার। অফিস-আদালত, স্কুল-কলেজ, ব্যবসাপ্রতিষ্ঠান সর্বত্রই কম্পিউটারে বিকল্প কিছু নেই। ফলে প্রত্যেকেরই কম্পিউটার শিক্ষা আবশ্যকীয় হয়ে পড়েছে। আর কম্পিউটার শিখতে গেলে এক বা একাধিক বইয়ের প্রয়োজন। সেই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই বইটি লেখা হয়েছে। বইটির ভূমিকায় লেখক লিখেছেন―‘বইটিতে কম্পিউটারে লেখালেখির কাজটি ধারাবাবহিকভাবে প্রয়োজনীয় প্রায় সব কাজ কী এবং কীভাবে করা যায়, তা সচিত্র তুলে ধরা হয়েছে। ফলে শিখতে ও বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ছোট একটা বইয়ে কম্পিউটারের মতো বহু কাজে ব্যবহার উপযোগী এই যন্ত্রটি সম্পর্কে সম্যক ধারণাসহ সকলের বোঝার উপযোগী দিকনির্দেশনা দেওয়া অসম্ভব। তবে বইটি পড়ে এর যথোপযুক্ত ব্যবহার নিশ্চত করতে পারলে সময় সাপেক্ষে পুরোটাই সম্ভব।’ বইটিতে বিস্তারিত আলোচনা ও ছবিসহ সূচিবদ্ধ বিষয়গুলো হলো―মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট কি (ডড়ৎফ ঝযড়ৎঃপঁঃ কবু), গরপৎড়ংড়ভঃ ঙভভরপব, গরপৎড়ংড়ভঃ চড়বিৎ চড়রহরঃ-২০১৩, গরপৎড়ংড়ভঃ ঊীপবষ, ইন্টারনেট এবং হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমস্যা ও সমাধান। এই প্রতিটি বিষয়ের ছোট-বড় অনেক শিরোনাম রয়েছে, যা এ বিষয়গুলোকে বুঝতে আরো সহজ করে তোলে। কম্পিউটার আসলে একটি ব্যাবহারিক যন্ত্র। এটা নিয়ে যখন কাজ করতে বসা হয় তখন নানা সমস্যার সম্মুখীন হতে হয় এ সম্পর্কে জানা না থাকলে। বইটি একজন শিক্ষার্থীর হাতের কাছে থাকলে যেকোনো সমস্যার সমাধান দ্রæত করা সম্ভব হবে। গরপৎড়ংড়ভঃ ঙভভরপব ও গরপৎড়ংড়ভঃ ঊীপবষ এই বিষয় সম্পর্কে খুব ভালোভাবে জানা দরকার। কেননা প্রতিটি কর্মক্ষেত্রে এ দুটি সফটওয়্যারের ব্যবহার খুব বেশি হয়ে থাকে। এ ছাড়া চড়বিৎ চড়রহরঃ-২০১৩ও কম জরুরি নয়। কেননা অফিশিয়াল অনেক কাজে এর ব্যবহার দেখা যায়। এ বইটির বিশেষ একটি দিক হলো ইন্টারনেট এবং হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমস্যা ও সমাধান নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে, যা একজন সাধারণ শিক্ষার্থী ও নিয়মিত ব্যবহারকারীর জন্যও কার্যকর। ১৪৪ পৃষ্ঠার পেপারব্যাক বইটি প্রকাশিত হয়েছে নভেম্বর ২০১৬ সালে। জীবনকে সহজ করতে কম্পিউটার যেমন সহায়ক তেমনি কম্পিটার শিখতে এ বইটি অনেক সহায়ক। ফলে বইটি সংগ্রহ করে হাতের কাছে রাখুন।