"প্রতিশোধ" বইয়ের ফ্ল্যাপের লেখা: পিউ। পনেরাে বছর বয়সী এক কিশােরী। উচ্চবিত্ত পরিবারে জন্ম। বাবা-মায়ের একমাত্র আদরের মেয়ে এবং ভাইয়ের একমাত্র আদরের বােন। নিজের ছােট রঙিন জগতের বাইরে বিশাল দুনিয়ার সাথে তার একদমই পরিচয় নেই। মা বলেন, তার মেয়েটা ছােট্ট এক পাখির ছানা। সেই পাখির ছানাটা একদিন চুরি হয়ে গেল। অন্ধকারে বন্দি থাকা অবস্থায় সে আপনমনে ভাবতে লাগল অনেক কিছুই। পালানাের রাস্তা নেই। পালাতে গিয়ে ধরা পড়ে অত্যাচারের মাত্রা দ্বিগুণ হয়ে গেল। উপায় না পেয়ে পােষ মানা পাখির মতাে অভিনয় করতে শুরু করে। এই অভিনয় করতে গিয়েই তার সামনে উন্মােচিত হয় এক অজানা দুনিয়া, এক লুকানাে সত্য। অভিনয় করে একসময় পালাতে সমর্থ হয় পিউ। তারপর? যে দুনিয়া থেকে তাকে ছোঁ মেরে নিয়ে আসা হয়েছিল সেই দুনিয়া ওলটপালট হয়ে গেছে তুফান ঝড়ে। তার পরিবারে জুড়ে বসা এক কালসাপ ছােবল মেরেই যাচ্ছে একের পর এক। পিউকেও ছােবল মারতে চাইল সে। মারবে না কেন? সে তাে কালসাপের আদ্যোপান্ত জেনে ফেলেছে। একদিকে কালসাপ, অন্যদিকে ঘরের বাইরে ওতপেতে আছে হিংস্র এক জানােয়ার। কী করবে পিউ? কীভাবে কালসাপের ছােবল থেকে নিজেকে রক্ষা করবে? কীভাবে হিংস্র জানােয়ার থেকে পালিয়ে বেড়াবে?
জন্ম ১১ নভেম্বর। পিতা মরহুম মাে. রফিক হােসেন, মাতা মরহুমা হােসনে আরা বেগম। পৈতৃক নিবাস ঢাকার মগবাজারে। গ্রামের বাড়ি গােপালগঞ্জের কাশিয়ানী থানায় । জন্ম এবং ছােটবেলা কেটেছে সৌদি আরবের জিজান শহরে। বর্তমান নিবাস স্কটল্যান্ডের মাদারওয়েল শহর। পড়াশােনা করেছেন ব্যবসায় প্রশাসন বিভাগে। ছােটবেলা থেকেই বই পড়ার প্রতি লেখিকার অদম্য নেশা।