"পেন্সিল (কবিতা ও অন্যান্য সংকলন ২০১৯)" ফ্ল্যাপে লেখা কথা: শুদ্ধচর্চা, সাহিত্যের প্রতি অনুরাগ এবং নান্দনিক কিছু সৃষ্টির স্বপ্ন নিয়ে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে সষ্টি হয়েছিল ফেসবুকভিত্তিক সাহিত্যচর্চার গ্রুপ ‘পেন্সিল'। এঁদের ক’জন সব্যসাচী লেখিয়ে, কেউ আনকোরা, কেউ-বা শুধুই পাঠক- তবু সাহস করে প্রথম কদম রেখেছেন লেখিয়েদের ভূখণ্ডে। আলাে ছড়ানাে, পারস্পরিক সহমর্মিতা, পরিচ্ছন্ন মতবিনিময়ের জন্যে লেখিয়ে ও পাঠকদের নিয়ে এগিয়ে চলেছে পেন্সিল। নানা বয়সের, মতাদর্শের, ভিন্নমাত্রা ও রঙের মানুষের সমাবেশ ঘটেছে এখানে। জমাট আড্ডা, গঠনমূলক আলােচনা, সাহিত্যের তর্ক আর হাসি-ঠাট্টায় প্রতিনিয়ত ভরে ওঠে পেন্সিলের দেয়াল। পেন্সিলের লক্ষ্য খুব সাধারণ আর একই সঙ্গে অসাধারণ। লক্ষ্য হলাে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চা ছড়িয়ে দেওয়া। সময়গুলাে সৃজনশীল ইতিবাচকতায় ভরিয়ে তােলা। পূর্বে কবিতা ও গল্প সংকলন, তরুণ লেখক-কবি অন্বেষণ প্রতিযােগিতা, ই-বুক এবং ছবি প্রদর্শনীর পাশাপাশি অসংখ্য আলাে-জাগানিয়া কাজে সাফল্যের ছাপ রেখেছে পেন্সিল। আর গত বছর থেকে ‘পেন্সিল পাবলিকেশনস'-এর পথচলার মাধ্যমে নবীন কবি, গল্পকার, ঔপন্যাসিক ও ছড়াকারদের রচিত সাহিত্য মলাটবন্দি করার উদ্যোগ চলেছে। অনলাইন ও অফলাইন সৃজনশীলতা এবং সাহিত্যচর্চাকে সঠিকভাবে সবখানে পৌছে দেওয়ার প্রতিশ্রুতি পূরণের দৃঢ় পথচলার আরেকটি মাইলফলক পেন্সিল সংকলন ২০১৯'। আশা করা যায়, এই বইটির প্রতিটি শব্দ আলােড়ন তুলে যাবে সকল পাঠকের মনে।