নহলীকাব্য –ফ্লাপে লেখা কথা একেবারে নতুন একঝাঁক কবি তাদের মনের সমস্ত আবেগ দিয়ে এই বইটির কবিতাসমূহ লিখেছেন। তবে নবীন হলেও এঁদের লেখা পাঠক মুগ্ধ হয়ে পড়বেন, তাদের প্রতিভায় বিস্মিত হবেন। কারণ, কয়েকশো নবীন কবি থেকে বেছে এই কবিতাগুলো নির্বাচন করেছেন একদল অভিজ্ঞ কবি। নহলীর সৃষ্টিই হয়েছে নবীন কবি ও লেখকদের উৎসাহ যোগাতে। তাই ভবিষতেও নহলী এই ধারা অব্যহত রাখবে। নহলী শুধু একটি নামই নয়, নহলী একটি ভালোবাসার নাম। “নহলী” শব্দটির অর্থ নবীন, নতুন। আর আমাদের কাজই হলো বিশেষ করে নবীনদের নিয়ে। নহলীতে রয়েছে একটি ব্যতিক্রমধর্মী লাইব্রেরি, একটি ভিন্নধর্মী প্রকাশনী আর একটি বুকশপ। মাত্র জানুয়ারি ২০১৮তে সৃষ্টি হলেও এই সংগঠনের কার্যক্রম অনেক দূর এগিয়ে গিয়েছে। নহলী লাইব্রেরিতে এখন তিন হাজারের বেশি বই আছে, যা ক্রমেই বাড়ছে। শীঘ্রই অ্যাপভিত্তিক অনলাইন মাধ্যমে শুধু ঢাকা নয়, দেশের যে কোনো প্রান্তের নহলী সদস্য বই নিতে পারবেন। নহলী প্রকাশনী নবীন লেখকদের উৎসাহ যোগাতে সম্পূর্ণ বিনামূল্যে তাদের বই ছাপিয়ে থাকে। নহলী প্রকাশিত সকল পা-ুলিপি কয়েক পর্যায়ে এডিটোরিয়াল প্যানেলের মাধ্যমে কঠোরভাবে নিরীক্ষণ করা হয় বিধায় প্রতিটি বইয়ে পাঠক উন্নতমানের সাহিত্যের ছাপ খুঁজে পাবেন। তাছাড়া কাগজ, বাঁধাই ও দৃষ্টিনন্দন প্রচ্ছদে বইসমূহের বাহ্যিক মানও অতি উন্নত। নহলী বুকস, নহলী প্রকাশনী থেকে প্রকাশিত বইসমূহ বিক্রির অনলাইন মাধ্যম।