"ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনা" বইটির 'আমার কথা' নামক অংশ থেকে নেয়াঃ “ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনা” বাংলাদেশের প্রেক্ষাপটে তুলনামূলক ভাবে নতুন একটি বিষয়। বাংলাদেশের কর্পোরেট জগতে এটার চর্চা শুরু হয়েছে খুব বেশিদিন হয়নি। ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনার উপরে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা ও মানব সম্পদ ব্যবস্থাপনার মতাে অ্যাকাডেমিক শিক্ষার প্রচলনও সেভাবে শুরু হয়নি। সে জন্য এই বিষয়ের উপরে দেশি-বিদেশি খুব বেশি বইও নেই। অনেক খোঁজাখুঁজি করেও বাংলা ভাষায় এই সংক্রান্ত কোনাে বই আমরা পাইনি। waiting foota Skill on Advanced Management Studies (SAMS) এ সাপ্লাইচেইন ম্যানেজমেন্টেরে উপরে PGD-SCM সহ যেসব সল্পমেয়াদী কোর্সগুলাে করানাে হয় সেখানে ছাত্র, বেকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবীরা অংশগ্রহণ করেন। আমরা দেখেছি এই অংশগ্রহণকারীরা আমাদের মাতৃভাষা বাংলায় এই বিষয়ের উপরে শিক্ষাগ্রণের জন্য খুব আগ্রহ প্রকাশ করেছেন। কিছু না হলেও অন্ততপক্ষে তারা বাংলাভাষায় একটি বই পাওয়ার প্রত্যাশা করেছেন। তাদের চাহিদার প্রেক্ষিতে বইটি লিখতে যেয়ে দেখি প্রয়ােজনীয় উপকরণসমূহ যােগাড় করাই অনেক কঠিন হয়ে দাড়িয়েছে। তারপরেও অনেক পরিশ্রম করে বিদেশি বিভিন্ন বইয়ের সাহায্য নিয়ে এবং আমার পেশাগত অভিজ্ঞতার আলােকে প্রয়ােজনীয় সকল বিষয় সংক্ষিপ্ত আকারে সন্নিবেশিত করে মােট ১২ টি অধ্যায়ে বইটি সাজিয়েছি। আমাদের জানামতে ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনা বিষয়ের উপর বাংলাভাষায় লেখা এটাই প্রথম বই। সংক্ষিপ্ত পরিসরের এই বইটি জ্ঞানপিপাসুদের পিপাসা হয়তাে মিটাবে না কিন্তু আরও জানার আগ্রহ যদি কারাে মনে সৃষ্টি করে সেটাই হবে এই প্রচেষ্টার সার্থকতা।