"শাহীন'স শর্টকাট এন্ড ব্রড ম্যাথ রিভিউ (বাংলা ইংলিশ উভয় ভাষার মাধ্যমে)" বইটির ভূমিকা থেকে নেয়াঃ BCS প্রিলিমিনারি সহ যে কোন চাকরির প্রতিযােগিতামূলক পরীক্ষায় গণিত একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মজার এই গণিত বিষয়টি আমাদের অনেকের কাছেই ভীতির বিষয় এবং অধিকাংশ চাকুরি প্রত্যাশীগণ এই ভয়কে জয় না করে গণিত থেকে দূরে থাকেন। ফলাফল স্বরূপ কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারেন না। অথচ একটু চেষ্টা করলেই আপনি খুঁজে পেতে পারেন গণিতের আসল মজা। আর একবার এই ভীতি কাটিয়ে উঠতে পারলেই অন্য সবার থেকে এগিয়ে যেতে পারবেন খুব সহজেই। একটু খেয়াল করলেই দেখবেন বিভিন্ন প্রতিযােগিতামূলক পরীক্ষায় যে গণিত গুলাে আসে সেগুলাে মূলত ষষ্ঠ-দ্বাদশ শ্রেণীর বইয়ের নিয়মের আলােকে। এই ক্লাসগুলাে পাশ করেই কিন্তু আজ আপনি এই জায়গায় দাঁড়িয়ে। ষষ্ঠ-নবম এই সময়ের বেসিক কাজে লাগিয়েই আমাদের সব সমাধান করতে হয়। আপনি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নয় বলে চাকুরীর পরীক্ষায় গণিত এড়িয়ে যাচ্ছেন। কিন্তু যদি আপনার ষষ্ঠ-নবম শ্রেণীর বেসিক ক্লিয়ার থাকত আপনার এই ভীতিই তৈরি হত না। সত্যি বলতে আমাদের শিক্ষা ব্যবস্থার চাপে ছােট ছােট শিক্ষার্থীরা না বুঝেই পরীক্ষায় ভালাে নাম্বার পাওয়ার লােভে মুখস্থ করা শুরু করে এবং যা শিখেছিল পরীক্ষা শেষে তা ভুলে যায়। যার ফলশ্রুতিতে আবার যখন চাকরীর পরীক্ষায় বসতে চায় নতুন করে ছােটবেলার বই খুলে বসতে হয় কিন্তু হায়! এখন সিলেবাস যে অনেক বড়, অনেকগুলাে নিয়ম, হিসাব, গণণা, মানসিক চাপ। সব মিলিয়ে হতাশা, গণিতকে বাদ দেয়া। অসংখ্য চাকরী প্রত্যাশীদের সাথে কথা বলে আমি কিছু মৌলিক সমস্যা খুজে পেয়েছি যা তাদের মধ্যে ভীতির সৃষ্টি করেছে।
Title
শাহীন'স শর্টকাট এন্ড ম্যাথ রিভিউ (বাংলা ইংলিশ উভয় ভাষার মাধ্যমে)
মুহাম্মদ রোকন-উজ্জামান (শাহীন) বি.এসসি. (অনার্স), এম.এসসি. (গণিত), MBA Dept. of Finance, University of Dhaka পরিচালক – শাহীন'স BCS Math Success Home প্রাক্তন সিনিয়র শিক্ষক (গণিত), BCS কনফিডেন্স। লেখক : ১. শাহীন'স ShortCut & Broad Math Review (প্রিলি.), ২. শাহীন'স Written Math (বিসিএস লিখিত), ৩. শাহীন'স All in One মানসিক দক্ষতা (প্রিলি. ও লিখিত), ৪. শাহীন'স Math প্রশ্ন ব্যাংক ও সমাধান (প্রিলিমিনারি), ৫. শাহীন'স BCS নির্দেশিকা ও ক্যাডার চয়েজ,