আগামী দিন এইস.এস.সি পরীক্ষা খুব টেনশন ফিল করছে তানভীর। ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামায আদায় করে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলো। পরে যে বিষয়ের পরীক্ষা সেই বইতে চোখ বুলাতে লাগলো। নাওয়া খাওয়া শেষ করে পরীক্ষা কেন্দ্রে গেলো। সব বন্ধুদের সাথে কৌশল বিনিময় করে পরীক্ষার হলে ঢুকলো। সিট নাম্বার বের করে বসে বসে চিন্তা শুরু করে দিলো। পরীক্ষা ভালোভাবে দিতে না পারলে ভালো রেজাল্ট আশা করা যায় না। সে মোটামুটি ভালো ছাত্র। রেজাল্ট ভালো হবে এটা সবার প্রত্যাশা। যা হোক পরীক্ষা শুরু হয়ে গেলো। কিছু দুঃখের বিষয় পরীক্ষা শুরু হওয়ার বিশ মিনিটের মধ্যে তানভীরের চারিপাশ থেকে কম করে হলেও ১৫ জনকে নকল করার অভিযোগে বহিস্কার করেছে। ভয়ে তানভীরের বুকটা কাঁপতে লাগলো। যাকে একবার নকলের সাথে ধরতে পারে কোনো অজুহাতই শোনা হয় না। তানভীরকেও কয়েকবার বডি চেক করেছে কিন্তু কিছুই পায়নি। এভাবে ছয় দিন পরীক্ষা দিল। সপ্তম দিন হলো কৃষি শিক্ষা। তানভীর মানবিক শাখার ছাত্র। চতুর্থ বিষয় নিয়েছে কৃষি শিক্ষা। বিজ্ঞান শাখার অনেক ছাত্র-ছাত্রীরাও চতুর্থ বিষয় নিয়েছে কৃষি শিক্ষা। তানভীর কৃষি শিক্ষা পরীক্ষা ২ ঘণ্টা ৪০ মিনিটে শেষ করে ফেলেছে।