কি আছে এই অন্যগদ্যতে? গদ্যের মধ্যে উপন্যাস, গল্প, প্রবন্ধ, রম্যরচনা, সাম্প্রতিক অণুগল্প, পরমাণু গল্প, সবই পড়ে। তবু কিছু গদ্য থেকে যায় স্বতন্ত্র। একগুঁয়ে, জেদী মানুষটার মতো সে কোনো দলেরই অন্তর্ভুক্ত হতে চায় না। কিছু গদ্য আবার একই সঙ্গে অনেকগুলো দলের প্রতিনিধিত্ব করার ক্ষমতা রাখা মানুষটির মত । আবার, কেউ বা গদ্যরাজ্যের আমজনতা হয়েও একটু রাশভারী । এমন নানাধরণের গদ্যের সহাবস্থানেই গড়ে উঠেছে “অন্যগদ্য”। তবে, সে গদ্য যেমনই হোক, একটা কথা মনে রাখতে হবে, এসব গদ্যে কোন ‘'গল্পকথা’ নেই।পরিচিত বিষয়ের অভিনব পর্যালোচন, এমন কিছু, যা বারবার পড়তে ইচ্ছা করে, যার মধ্যে পাঠক নিজেকে খুঁজে পান, অথবা অজানা বিস্ময়কর তথ্যসম্ভার যা পাঠকদের চোখের সামনে খুলে দেয় এক চিত্তাকর্ষক জগতের দরজা, এই ধরণের লেখাগুলিরই সংকলন এই “অন্যগদ্য” । সুদূর শ্রীহট্টের ছড়ার জগত থেকে শুরু করে এক জাপানী মহিলার চোখ দিয়ে কলকাতা শহর দেখা, চকোলেটের ইতিকথা থেকে কাকচরিত্র, বাংলাদেশের রিক্সাছবি থেকে শিবপূরাণ, কাশ্মীরের ফকির ঋষির জীবনকথা থেকে নিজারি ইসমাইলিস… এবং আরো অনেক অভিনব বিষয় নিয়ে লেখা আছে বইটিতে, যা বৈচিত্রে এবং তথ্য পরিবেশনায় পাঠকদের মুগ্ধ করবার সুদৃঢ় দাবী রাখে। স্বপ্নময় চক্রবর্তী থেকে সন্মাত্রানন্দ, বিধুভূষণ ভট্টাচার্য থেকে অনার্য তাপস, রামকৃষ্ণ ভট্টাচার্য সান্যাল থেকে অভীক সরকার,... এ বাংলা ও বাংলা মিলিয়ে বিভিন্ন প্রখ্যাত ও উদীয়মান লেখকদের রচনায় সমৃদ্ধ এই বইটি বাস্তবিকই সাহিত্যপ্রেমীদের সংগ্রহে রাখার উপযুক্ত। "অন্যগদ্য " পাঠককে দিতে চেয়েছে আনন্দপাঠের কিছু মূহুর্ত আর, কিছুটা ভাবনার খোরাক। সেইসঙ্গে নিজের অন্তর্নিহিত পূর্ণতার দিকে চাইবার খানিক অবকাশও পাঠককে দিতে চেয়েছে “অন্যগদ্য”। গল্প-উপন্যাস নয়, রম্যরচনা, নাটক, আত্মজীবনী, কোনোটাই নয়। তাই এরা ‘অন্য গদ্য’। দৈনন্দিন সাহিত্য জগতে কিছু অন্যরকম যাপন। অন্য স্বাদ, অন্য ভাললাগার প্রতিশ্রুতি।