"জীবনকে উপভোগ করুন" বইটির সূচীপত্রঃ এ বই কাদের জন্য এ বই থেকে আমরা কী শিখবাে কেন আচরণগত দক্ষতা অর্জন করব আপনার ব্যক্তিত্ব বিকশিত করুন পড়ে যাওয়া দুধের জন্য কাঁদা অনর্থক ,br> আপনি হবেন অনন্য আপনার প্রিয়তম ব্যক্তি কেত উপভােগ করুন আপনর আচরণগত দক্ষতা গরিব-দুঃখীদের সঙ্গে কেমন আচরণ করবেন নারীর সঙ্গে আপনার আচরণ যেমন হবে কেমন আচরণ করবেন ছােটদের সাথে অধীনস্থদের সঙ্গে আপনার আচরণ,br> বিরােধীদের সাথে পশু-পাখির প্রতিও সদয় হােন! মানুষের মন জয়ের শত পদ্ধতি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিশুদ্ধ নিয়তে কাজ করুন রুচি দেখে লুচি দিন স্থান-কাল-পাত্রভেদে কথা বলুন প্রথম সাক্ষাতেই কোমল হােন মানব প্রকৃতি মাটির প্রকৃতির ন্যায় মুয়াবিয়ার সুতা হৃদয় জয়ের চাবি মানসিক অবস্থা বিবেচনায় রাখুন অন্যকে গুরুত্ব দিতে শিখুন আপনার ব্যাপারে ইতিবাচক ধারণা সৃষ্টি করুন অন্যের নাম মনে রাখুন অন্যের প্রশংসা করুন কেবল সুন্দরের প্রশংসা করুন অনর্থক বিষয়ে নাক গলাবেন না অনধিকার চর্চাকারীর সাথে আচরণকৌশল সমালােচনা করবেন না শাসনের মেজা পােষণ করবেন না!! ভারসাম্য রক্ষা করুন ভুলের সমধান করুন সহজভাবে ভিন্ন মত মন্দের বিপরীতে উত্তম ব্যবহার করুন ভুল সম্পর্কে নিশ্চিত হলে উপদেশগ্রহণ সহজ তিরস্কার করে আর কী লাভ, যা হওয়ার হয়ে গেছে ভুল শােধরানাের পূর্বে ভুল সম্বন্ধে নিশ্চিত হয়ে নিন শাসন করতে হলে কোমলভাবে করুন, ৪২. ভুল স্বীকার করে নিন ভুল সংশােধন করার সঠিক পদ্ধতি বাঁধন খুলে দিন নীতির ওপর অটল থাকুন মিথ্যা প্ররােচনা অন্যকে ক্ষমা করুন উদার হােন কেউ যেন কষ্ট না পায় জীবন শত্রুতার জন্য নয় আপনার জিহ্বা আপনার বাদশাহ জিহ্বা সংযত রাখুন হৃদয় জয়ের চাবিকাঠি ভালােবাসার ব্যাংক ব্যালান্স কথার যাদুকর হােন মানুষের আশা পূরণ করতে না পারলেও কথা দিয়ে মুগ্ধ করুন দোয়ার বিস্ময়কর প্রভাব সান্ত্বনার প্রলেপ দুই চোখ দিয়েই দেখুন শ্রবণদক্ষতা বিতর্কদক্ষতা বিতর্কের পথ আগেই বন্ধ করে দিন আপত্তি করার আগে একটু ভবুন দাবীর আগে ভূমিকা সাজিয়ে নিন সবসময়ই কি সফল হওয়া যায়? সাহস করে এখনই শুরু করুন
জন্ম ১৯৭০ সালের ১৬ জুলাই। ইসলামের বিখ্যাত সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ (রা) এর বংশধর তিনি। মাত্র ৫০ বছর বয়সেই হয়ে উঠেছেন আরব জাহানের বিশিষ্ট বক্তা এবং লেখক। তিনি তার বক্তৃতা এবং লেখনীর মাধ্যমে আরবসহ পশ্চিমা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। হ্যাঁ! আমরা আর কারো কথা বলছি না, বলছি ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফীর কথা। দাম্মামে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা করেন তিনি এবং রিয়াদের বাদশাহ সৌদ বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন পিএইচডি ডিগ্রি। বিখ্যাত হাদীস বিশারদ শায়খ মুহাম্মদ ইবনে ইসমাইল, শায়খ আব্দুল্লাহ ইবনে কুউদ, শায়খ আব্দুর রহমান ইবনে নাসের আল-বাররাক প্রমুখ ব্যক্তিবর্গকে শিক্ষক হিসেবে পেয়েছেন মুহাম্মদ আরিফী। প্রায় পনেরো-ষোলো বছর ইবনে বায রহ. এর সাথে থাকার সৌভাগ্য হয় তার। তার জীবনের মূল উদ্দেশ্য হলো আল্লাহর দাওয়াত দেওয়া। তাকে অনেক সময় ""দাওয়াত ইল্লাল্লাহ"" বলেও সম্বোধন করা হয়। তার বিভিন্ন স্থানে বক্তৃতা করার মূল কারণও এটি। বাজারে তার বক্তৃতায় অডিও-ভিডিও ক্যাসেট পাওয়া যায় যার দ্বারা উপকৃত হচ্ছে পুরো মুসলিম বিশ্ব। ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী বই রচনা করে চলেছেন মানবজাতির কল্যাণার্থে। ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী এর বই সমূহ প্রত্যেকটি বিক্রির সময় একটি আরেকটিকে ছাড়িয়ে রেকর্ড সৃষ্টি করেছে। ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী এর বই সমগ্র হলো ভার্সিটির ক্যান্টিনে, সুখময় জীবন উপভোগ করুন, তুমি সেই নারী, নবী-চরিত্রের আলোকে: জীবন উপভোগ করুন, রাগ করবেন না: হাত বাড়ালেই জান্নাত, কিতাবুল ফিতান, রোজা ও হজ্জের পয়গাম, নারী যখন রানী, তোমাকে বলছি হে বোন, আপনার যা জানতে হবে, রামাদান আল্লাহ’র সাথে সম্পর্ক করুন, যেভাবে মানুষকে আল্লাহর দিকে ডাকবেন ইত্যাদি।